১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের পর ভারতীয় নেতৃবৃন্দ পূর্বের সীমান্তে একটি বিশেষায়িত বাহিনী তৈরি করার যে প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন, তার থেকেই Special Frontier Force (SFF) এর সৃষ্টি। যার জওয়ান হিসেবে নেওয়া হয়েছিল ১৯৫৯ সালের চীনের তিব্বত আগ্রাসনের ফলে দেশ ছাড়া হওয়া তিব্বতি যুবকদের, যারা শারীরিক ও মানসিক ভাবে একেক জন অতুলনীয় যোদ্ধা হিসেবে পরিচিত।
ভারতীয় সেনাবাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মেজর জেনারেল সুজাত সিং উবানের সুযোগ্য নেতৃত্বে এই এলিট ফোর্স তার কর্মকান্ডের ব্যাপারে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। ১৯৬২ সালের পর তৈরি এই বাহিনীকে তৈরি করা হয়েছে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের দুর্গম ও জনবিরল চীন সীমান্তে প্রতিপক্ষ চীনের সাথে ভবিষ্যতে সংঘটিত কোন যুদ্ধের কথা ভেবে। ভারতের নির্বাসিত সুঠাম দেহ ধারী তিব্বতি যোদ্ধাদের তীব্র স্বজাত্যবোধ কে চেতনা ধরে চলা এই বাহিনী হলো ভারতের তুরুপের তাস।
সৃষ্টির ৯ বছর পরেই একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সরকার প্রথমবারের মতো এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে নামানোর সিদ্ধান্ত নেয়। কমান্ডো বাহিনী হিসেবে তৈরি এই বাহিনীকে দায়িত্ব দেওয়া হয় ভারতের মিজোরাম সংলগ্ন বাংলাদেশের দুর্গম রাঙামাটির পর্বতঞ্চলে পাকিস্তানি বাহিনীকে উচ্ছেদ করার। দক্ষ, নিবেদিত ও করিৎকর্মা SFF এই দায়িত্বভার বেশ সফলতার সাথে পালন করে। এমনকি বাহিনীর কর্মদক্ষতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী ভারতীয় সেনাবাহিনীও চমকে যায়। কারণ তখনও SFF ছিলো সবার কাছে একটি ছদ্মাবরণ মিথের মতো।
বইয়ে মূলত একাত্তরে ভারতে বাঙালিদের ভারতীয় বাহিনী কর্তৃক প্রশিক্ষণ কৌশল এবং তদ বিষয়াদির বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে অবশ্যাম্ভাবী হিসেবে এসেছে মুক্তিযুদ্ধে আলোচিত সমালোচিত মুজিব বাহিনী গঠন ও কার্যকৌশল নিয়ে আলোচনা। যে মুজিব বাহিনী মূলত জেনারেল উবানের হাতেই গড়া হয়েছিলো একটি Alternative Force হিসেবে, যারা পরে মূল প্রবাসী বাংলাদেশ সরকার কে চ্যালেঞ্জ করে বসেছিল। মূলত প্রবাসী বাংলাদেশি সরকারের বাইরে মুজিব বাহিনী গঠনের মত বহুল সমালোচিত সিদ্ধান্তের পিছনে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মুখ্য সচিব পি.এন. হাকসারের সেই আলোচিত উক্তি– 'এক ঝুড়িতে সব ডিম রাখা উচিত নয়'।
লেখক বইয়ে মুজিব বাহিনীর প্রশিক্ষণ ও এর প্রধান নেতাদের নিয়ে চমৎকার একটি মনো-চারিত্রিক বিশ্লেষণ দিয়েছেন, যে তরুণ নেতাদের কাছে জেনারেল উবান ছিলেন Military Father এর মতো।
বইয়ে ভারতীয় মিলিটারি এস্টাবলিশমেন্টের সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে যে তারা ঠিক কতটা চরম পেশাদারিত্বের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করে। যার উৎকৃষ্ট প্রমাণ ছিল একাত্তরে।