কমিউনিস্ট ম্যানিফেস্টোর শতবর্ষ পূর্তি উপলক্ষে ১৯৪৮ সালে ব্রিটিশ শ্রমিকদলের জন্য মূল্যবান ঐতিহাসিক ভূমিকা লেখা হয়। এ ভূমিকায় সমাজতন্ত্রের তাত্ত্বিক ও প্রবক্তা মার্কস, এঙ্গেলস ও লেনিন সম্বন্ধে তাঁর সারগর্ভ আলোচনা স্থান পেয়েছে। ম্যানিফেস্টো রচনার ইতিহাস, নামকরণ ও মূল বিষয় সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনার সাহায্যে ইতিহাসে কমিউনিস্ট ম্যানিফেস্টোর কালজয়ী স্থান নির্ধারণ করে দিয়েছেন। সাম্প্রতিককালে রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশসমূহে পরিবর্তনের প্রেক্ষাপটে কমিউনিজম সম্পর্কে বিশ্বব্যাপী জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, লাস্কি রচিত "Communist manifesto : Socialist Landmark” পাঠে অনেকাংশে তা দূর হবে বলে আশা করা যায়। ইতিহাসের এই জটিল কালপর্বে ইতিহাসবোধের আলোকে গোটা বিষয়টাকে পুনর্বিবেচনা করা জরুরি। ১৯৯৮ সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশনার দেড়শ বছর পূর্ণ হয়েছে। কালজয়ী এই গ্রন্থের সারবস্তু ইতিহাসের বাস্তবতায় আজ প্রাসঙ্গিক। ইতিহাসের বিশেষ সন্ধিক্ষণে নতুন শতাব্দীর শুরুতে আমরা তরুণ প্রজন্মের হাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি তুলে দিতে পেরে আনন্দিত।
হ্যারল্ড যোসেফ লাস্কি একাধারে অর্থনীতি, ইতিহাস এবং বিশেষভাবে সমাজতান্ত্রিক রাজনীতি বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। তিনি বহু গ্রন্থের প্রণেতা। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘গ্রামার অব পলিটিক্স’ বহুল পঠিত। ১৯১৪ সালে অক্সফোর্ডের নিউ কলেজ থেকে আধুনিক ইতিহাসে প্রথম শ্রেণী লাভ করেন। ইতোমধ্যে শ্রমজীবীদের আন্দোলনের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হন। তিনি ‘ফ্যাবিয়ান সোসাইটি’তে একজন কর্মতৎপর সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন। কালক্রমে তিনি গ্রেট ব্রিটেনের সমাজতন্ত্র সম্বন্ধীয় সাহিত্যে অন্যতম বিশ্লেষক হিসেবে বিশেষ প্রসিদ্ধি লাভ করেন।
জন্ম: ১৯ জানুয়ারি, ১৯৫২ সালে, কুমিল্লা শহরের মােগলটুলি মাতুলালয়ে। নতুন চৌধুরিপাড়া, কুমিল্লায় স্থায়ী নিবাস। বর্তমান বসবাসঢাকার রামপুরা বনশ্রীতে । বাংলা সাহিত্যের ছাত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যাচ ১৯৭৫। বেসরকারি সরকারি কলেজে শিক্ষকতার জীবন প্রায় আটত্রিশ বছরের। প্রফেসর পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলা বিভাগ থেকে অবসর নিয়েছেন ২০১০ এ, অবসর জীবনেও কর্মকেই বেছে নিয়েছেন, অপেক্ষার মৃত্যুকে নয়। বর্তমানে সিলেট শহরের পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কবিতা এই লেখকের মানসিক আহার। তবে গল্প তাঁর অন্তর বাইরের বৃত্তাবদ্ধ জীবন ঘুরে দেখার, আনন্দের অন্য ভূবন। এখানে তিনি স্বচ্ছন্দ, সাবলীল এবং সহজ। ‘প্রেমজ’ এই কথাশিল্পীর দ্বিতীয় গল্পগ্রন্থ। প্রেমেঅপ্রেমে, অনুরাগে-বিরাগে, শােকে ও তাপে নিরাসক্ত সরল বাক্য বিন্যাসে মনে করি তাঁর গল্প যেনাে হয়ে ওঠে আমাদের নিজেদেরই চেনা-জানা চারপাশ। নিরন্তর শুভকামনা আমাদের, এই কথকের জীবন হােক তাঁর প্রজ্ঞা এবং বিশ্বাসের মতােই আনন্দময়।