লাইন থেকে বিচ্যুতি, ও ফিরে আসার গল্প এইসব। জীবনপথে হাঁটতে গিয়ে কখনো লাইন হারিয়ে গেছে, আমি টিকে থেকেছি, কখনো আমি হারিয়েছি, লাইন থেকে গেছে। এই লাইন ও আমার যুগল চলার যৌথ সমন্বয় এইসব লেখা, লাইনের বাইরে গিয়ে পুরানো কথা বলতে চেয়েছি যেমন, তেমনি ভেতরে থেকে চেষ্টা করেছি নতুন কোনো উচ্চারণের। দেখেছি জীবন ব্যাপে শুধু মানুষের সঙ্গে নানান সম্পর্ক, রক্তেরও ঊর্ধ্বে দেখেছি আত্মীয়তা কখনো, আলোড়িত করেছে আমাকে সে, কখনো অচেনা চেনা-পথিকের উদ্দেশে উত্থিত হয়েছে স্তব, সেই আলোড়ন স্রেফ নিজস্ব জয়গান ত নয়। শেষমেষ, সমস্ত ত জীবনেরই, সমস্তই ‘মৃত্যুর’, লাইনে কিংবা যতিচিহ্ন ব্যবচ্ছেদ।
সাজ্জাদ আহমেদ জন্ম: ১৯৭১। শিশুকাল কেটেছে বাংলাদেশের নানা জেলায়। সেন্ট জোসেফ হাই স্কুল, পরে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীণ হেরাল্ড ও তারপরে ব্রিটিস কাউন্সিল থেকে ও-লেভেল। ১৯৯১-তে লন্ডন ইউনিভার্সিটির কিংস কলেজে ফিজিক্সে ভর্তি। এক বছরের মাথায় শান্তিনিকেতনে পড়ার জন্য আচম্কা কলেজ ত্যাগ। সেখানে বাংলা সাহিত্যে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হয়নি কেননা এইচএসসি নেই। শেষে ১৯৯৯-তে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স। ২০০১-এ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজ থেকে আইন ও রাজনৈতিক দর্শনে এমএ। বর্তমানে ব্যারিস্টার-এট-ল পড়ছেন।