আপনার পরীক্ষার প্রস্তুতির সেরা সঙ্গী Sigmoid School!
স্মার্ট অ্যানালাইসিস: পূর্ববর্তী বছরে পরীক্ষায় আশা প্রশ্নগুলো বিশ্লেষণ করে কোন প্রশ্ন কোন টপিক থেকে কতবার আসছে সেটা চার্টে দেখানো হয়েছে।
AI সাজেশন (বাংলাদেশে প্রথম!): বিগত বছরে আসা প্রশ্নের টপিক শিক্ষার্থীর কাছে হয়তো গুরুত্বপূর্ণ মনে হতে পারে, তবে ভর্তি পরীক্ষায় সব সময় বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করা হয় না। বরং, প্যাটার্নের বাইরের টপিক থেকেও প্রশ্ন আসে। তাই AI সাজেশন এর মাধ্যমে সেই টপিকগুলো আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
চার্ট অনুসারে টপিক ভিত্তিক প্রশ্ন, প্রশ্ন সোর্স ও ব্যাখ্যা: বিগত বছরের পরীক্ষায় প্রশ্নের রিপিটেশন খুব কম থাকে, তবে সেই টপিক থেকে ভিন্ন প্রশ্ন বার বার আসে বা সেই টপিক থেকে নতুন প্রশ্ন আসে। এজন্য, আমরা বিগত বছরের সাথে অন্যান্য সম্ভাব্য প্রশ্ন যোগ করে তৈরি করেছি, যাতে যদি সেই টপিক থেকে নতুন কোনো প্রশ্ন আসে, তবে তুমি সেগুলোর উত্তর দিতে পারো।
মডেল টেস্ট: Model Test এর মাধ্যমে ভুল করা প্রশ্নের টপিকগুলো চিহ্নিত করা যাবে। তাহলে সেই টপিকগুলোতে দক্ষতা অর্জন করতে হবে, যা আমাদের মডেল টেস্ট এর মাধ্যমে খুব সহজেই করা যাবে!
প্রশ্নব্যাংক এর সাথে সাবজেক্ট টেস্ট, চ্যাপ্টার টেস্ট
অনলাইন পরীক্ষার সুবিধা: Practice Test(টপিক ভিত্তিক প্রশ্নোত্তর) and Live Test (মডেল টেস্ট)
এক সাথে সকল এক্সাম প্যাকেজ কিনার উপায় -
মেম্বারশিপ প্ল্যান ( সকল এক্সাম প্যাকেজ একসাথে - মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান, কমার্স বা আর্টস এর সকল ইউনিট ):
মাসিক
ত্রৈমাসিক
বার্ষিক
Title
BUET স্মার্ট অ্যানালাইসিস ও AI সাজেশন [শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি] - পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গনিত