গ্রন্থটি নজরুলের সঙ্গীত বিষয়ে। নজরুল নিয়ে নতুন কোন বিষয় তুলে ধরা যায় কিনা সেদিকেই আমার লক্ষ্য এবং সেদিকেই লক্ষ্য রেখে আমার এই গ্রন্থ-বিষয়। চেষ্টা করেছি নজরুলের এই সুন্দরতম নতুন আবিস্কৃত-গবেষণা কাজটিকে পড়ুয়াদের কাছে তুলে ধরতে- মূলত: নজরুল সঙ্গীতের ঐন্দ্রজালিক সুরগুলো সঙ্গীত- প্রেমীদের শ্রুতিতে প্রবেশ করাতে। নতুন আবিষ্কৃত বলছি এ কারণে যে এর আগে নজরুলের গান নিয়েই আলোচনা নির্দিষ্ট থাকত। কিন্তু এখানে নজরুলের সঙ্গীত, সমালোচনা-তথ্যাদি তো আছেই সেই সাথে গল্প-প্রবন্ধ-উপন্যাস-চিঠিপত্র-সঙ্গীতে নজরুল ব্যবহৃত রাগ-রাগিণীর, তাল নিয়ে আলোচনা করেছি, কঠিন কাজ। রয়েছে নজরুল-এর প্রথম রেকর্ড ১৯২৬ - এ। কিন্তু নজরুল গান রচেছেন ১৯২০-২১ থেকেই- কলিকাতার বিভিন্ন অনুষ্ঠানে তিনি গাইতেনও সেই গানগুলো, তা হলে ১৯২৬ পর্যন্ত অপেক্ষা করতে হল কেন? এ নিয়ে আলোচনা রয়েছে। রয়েছে রবীন্দ্র-নজরুল সম্পর্ক ঘিরে অন্য ধরনের আলোচনা। কতটুকু সক্ষম হলাম তা সঙ্গীত- পিপাসুরাই বিচার করবেন। গ্রন্থটিতে নজরুল- অবজ্ঞা, উদাসীনতা- এড়িয়ে চলা নিয়েও কিছু তথ্য রয়েছে- এমন মানসিকতা যেখানেই থাক তা দূর করার লক্ষ্যে আমার এই আজন্ম প্রতিবাদ। প্রতিবাদ এমন প্রতিবাদ আমি তখন থেকেই করে এসেছি যখন দেখতে পেলাম এ.টি. দেব এর অভিধানে যেখানে ছোট ছোট করে জীবনী রয়েছে সেখানে 'নজরুল' নেই।
মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার ধাইদা গ্রামের খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহ্যবাহী বিখ্যাত চাকলাদার পরিবারের সন্তান শফি উদ্দিন। চাকলাদার (শফি চাকলাদার)। পিতা : মরহুম শামসুদ্দীন চাকলাদার ত্রিশচল্লিশের দশকের বিখ্যাত অলরাউন্ড - খেলােয়াড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকি ব্লু’ ছিলেন সাবরেজিস্ট্রার, তার পাঁচ সন্তানের মধ্যে চাকলাদার দ্বিতীয়। জন্ম (১৩৫০/২৪ ভাদ্র, ১৯৪৩/১০ সেপ্টেম্বর) রংপুরের চিলমারী, পিতার চাকুরীস্থলে। শফি চাকলাদার খেলাধুলায় পারদর্শী এবং এ্যাথলেটও ছিলেন। বি.এম. কলেজ বরিশালে ব্যাডমিন্টনে পর পর তিনবার ১৯৬২৬৪ চ্যাম্পিয়ন এবং ১৯৬১ তে রানার্সআপ হয়েছিলেন। এ সময়েই তিনি। ১৯৬৫-৬৬ তে বরিশাল নওয়াবজাদা এফ. রাব্বি স্মৃতি ব্যাডমিন্টন। প্রতিযােগিতায় চ্যাম্পিয়ন হন। ঢাকার মােহামেডান এবং ভিক্টোরিয়াতে (১৯৬৭-৭১) বেশ সুনামের সাথেই খেলেছেন। বিভিন্ন খেলায় পারদর্শী শফি চাকলাদার ব্যাডমিন্টনের সাথে সাথে বরিশাল জেলা ফুটবল লীগে এবং ক্রিকেট লীগে নজরুল-পাঠাগার ক্লাবের হয়ে (১৯৬১-৬৫) নিয়মিত খেলেছেন শফি চাকলাদার ১৯৭২-৭৫ পর্যন্ত।