ফ্ল্যাপে লেখা কথা সিলেট বিষয়ক ছয়টি প্রবন্ধের সংগ্রহ ‘প্রসঙ্গ সিলেট’ নামে মলাটবন্দি করা হল। ‘শ্রীচৈতন্যদেব -এর জীবনচরিত রচনার ধারা’ প্রবন্ধটি ‘গৌরায়ণ’ (শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার পঞ্চশতবর্ষ পূর্তি স্মারকগ্রন্থ-এ প্রথম প্রকাশিত হয়। ‘সিলেটের ইতিহাস চর্চা : ব্রিটিশ আমল’ প্রবন্ধটি হেরিটেজ আর্কাইভস অব বাংলাদেশ হিসট্রি ট্রাস্ট, রাজশাহী -এর মুখপত্র-এ প্রথম প্রকাশিত হয়। ‘মুরারিচাঁদ কলেজ বার্ষিকী ঔপন্যাবেশিক পর্ব’ প্রবন্ধটি মুরারিচাঁদ কলেজ বার্ষিকী ‘পূর্বাশা’ তে প্রকাশিত হয়। ‘সাহিত্যচচায় সিলেটের মণিপুরী সমাজ ‘মৈরা’ (আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন ২০০৯ উপলক্ষে প্রকাশিত) ৪১ তম সংখ্যায় মুদ্রিত হয়। ‘লোক সংস্কৃতি চর্চায় হেমাঙ্গ বিশ্বাস ‘ প্রবন্ধটি ‘আজকের বিশ্ববাংলায় ‘ ( আগস্ট ২০১০) এর প্রথম প্রকাশিত হয়। ‘শতবর্ষ আগের সাহিত্য পত্রিকা শ্রভূমি’ সাহিত্য পত্রিকা ‘আল ইসলাহ’ (জানুয়ারি, মার্চ ও এপ্রিল -জুন ২০১১) তে প্রকাশিত হয়। সূচি * শ্রীচৈতন্যদেব -এর জীবনচরিত রচনার ধারা * সিলেটের ইতিহাস চর্চা: ব্রিটিশ আমল * মুরারিচাঁদ কলেজ বার্ষিকী ঔপনিবেশিক পর্ব * সাহিত্যচর্চায় সিলেটের মণিপুরী সমাজ * লোকসংস্কৃতি চর্চায় হেমাঙ্গ বিশ্বাস * শতবর্ষ আগের সাহিত্য পত্রিকা ‘শ্রভূমি’
জন্ম : ৩০ জুন ১৯৫১, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে। পিতা : প্রয়াত রুদ্রেশ্বর শর্মা মাতা : প্রয়াতা সুশীলাময়ী শর্মা শিক্ষা ও কর্মজীবন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স সহ স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ। ১৯৭৪ সালে বর্তমান। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু। ১৯৭৬ সালে যােগ দেন সরকারি কলেজে। রাঙ্গামাটি সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, বৃন্দাবন। সরকারি কলেজ ও মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেছেন। ২০০৪ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ। মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনির্ভাসিটির প্রফেসর পদে কর্মরত। পুরস্কার : শিক্ষা মন্ত্রণালয় আয়ােজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০০-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ। সাহিত্য পুরস্কার : বিএনএসএ সাহিত্য। পুরস্কার ১৯৯৬, মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য পুরস্কার ২০০১, রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার ২০০৪, ডা. এ রসুল সাহিত্য পুরস্কার ২০১৪।