প্রি-অর্ডারের এই পণ্যটি 31 Dec 2024 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
আজই শেষ দিন। শেষ হতে যাচ্ছে ক্লিয়ারেন্স সেল! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
আজই শেষ দিন। শেষ হতে যাচ্ছে ক্লিয়ারেন্স সেল! বইয়ে ৭০% ও পণ্যে ৭৮% পর্যন্ত ছাড়!
অসাধারণ শব্দটি শুনলেই আমরা চমকে উঠি এবং আনন্দিত ও আকৃষ্ট হই। মানুষের মনোযোগ আকর্ষণ করার এই চ্যালেঞ্জ গ্রহনের ক্ষমতা যার রয়েছে, তিনিই হলেন একজন অনুকরণীয় নেতা। মূলত প্রতিটি সাধারণ মানুষের মধ্যেই নেতৃত্ব দেয়ার গুণটি সুপ্ত থাকে। প্রয়োজন হয় একে ঠেলেঠুলে জাগিয়ে দেয়ার। আমাদের চলমান জীবনের যেকোনো কাজের মধ্যে অসাধারণ কৃতিত্ব দেখানো যায়।
আর এই কৃতিত্ব যে কেবল একজনের থলের বিড়াল নয়, সেটাই নেতৃত্বের আসল কথা। নেতা কখনো একা পথ চলে না, চারপাশের সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে তাকে চলতে হয়। প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে নেতা নিজের উন্নয়নের পাশাপাশি অন্যদের অগ্রগতির ব্যাপারেও সজাগ থাকেন। প্রচণ্ড সহনশীলতা, উদার দৃষ্টিভঙ্গি; নিবিড় অনুশীলন ও ক্রমাগত পরিবর্তন হলো নেতাদের চারিত্রক বৈশিষ্ট্য। নেতা কখনো হাল ছাড়েন না, সফলতার নিরন্তর যাত্রায় তিনি পথ চলতে থাকেন।
চারপাশের মানুষকে তিনি উদীপ্ত করেন, আশাহত মানুষের মনে আশার সঞ্চার করেন এবং একের পর এক কর্মকাণ্ড অন্যদেরকে পরিচালিত করেন। এজন্য প্রথমে তাকে অন্যদের বিশ্বাস অর্জন করতে হয়। কারণ মানুষ যাকে বিশ্বাস করতে পারে না, যার উপর নির্ভর করতে পারে না, তাকে কখনো নেতা হিসেবে স্বীকৃতি দেয় না। আর এই নির্ভরযোগ্যতা তৈরির জন্য তাকে অন্যদের প্রতি সংবেদনশীল হতে হয়, তাদের গুরুত্ব দিতে হয়। অন্যদের মনে এই বিশ্বাস জাগাতে হয় যে তিনি তাদের ভালোবাসেন, তাদের মঙ্গল চান। আর এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেতা যদি অন্য কারো ভাষা ব্যবহার করেন, তাহলেও চলে না।
নেতাকে নিজস্ব ভাষায় কথা বলতে হয়। নেতা যেটা বলেন, সেটা তাকে করে দেখাতে হয়। যে কোনো পরিস্থিতির আসল জায়গায় তাকে নজর দিতে হয়, সমস্যা খুঁজে নিতে হয় ও সমাধান করতে হয়। মূলত কেউ নিজেকে নেতা দাবি করে না, অন্যরা তাকে নেতা বানায়। আর নেতৃত্বের যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাকে সর্বদা প্রস্তুত থাকতে হয়।
এই প্রস্তুতির জন্য যত রকমের হাতিয়ার আপনার প্রয়োজন তার সবগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে জেমস এস. কজেস ও ব্যারি জেড. পসনার রচিত দ্য লিডারশিপ চ্যালেঞ্জ গ্রন্থে। বইটি পড়ুন আর জেনে নিন একজন অনুকরণীয় নেতা হওয়ার যাবতীয় তথ্যাবলী।