রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালের পর থেকে ইয়াজিদের শাসনামল পর্যন্ত পঞ্চাশ বছরের ইসলামের ইতিহাসের বিরোধপূর্ণ সকল বিষয়ের দালিলিক ও যৌক্তিক পর্যালোচনাই বইটির বিষয়বস্তু। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালের পর সৃষ্ট সঙ্কট কাটিয়ে খিলাফতের শুভযাত্রা, খিলাফতের চড়াই-উতরাই, হজরত আবু বকরের শাসনামলে ভণ্ডনবী ও ধর্মত্যাগীদের উত্থান, হজরত উমরের প্রশাসনিক সংস্কার, হজরত উসমানের শাসনামলে সংঘটিত বিদ্রোহের কারণ, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের অসারতা ইত্যাদি বিষয় বইটিতে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ইসলামের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা উষ্ট্র ও সিফফিনের যুদ্ধের স্বরূপ, তিন খলিফার হত্যাকাণ্ডের নেপথ্যে ও বিচার ইত্যাদি বিষয় বইটির পাঠ অনিবার্য করে দিয়েছে । হজরত আলি ও হজরত মুআবিয়ার মধ্যকার রাজনৈতিক বিরোধের স্বরূপ ও মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে আলোচনা বইটির গুরুত্ব বৃদ্ধি করেছে। দাউমাতুল জানদালের সালিশি বৈঠকের প্রকৃত ঘটনা, প্রচলিত ঘটনার অসারতা এবং হজরত হাসান ও হজরত মুআবিয়ার মধ্যকার যুদ্ধাবস্থা ও সন্ধি ইত্যাদি বিষয় বইটিতে ঐতিহাসিক বাস্তবতার নিরিখে চিত্রিত হয়েছে। কারবালার প্রকৃত ঘটনা, এর স্বরূপ ও জড়িতদের পরিণতি, খলিফা মনোনয়নের রূপরেখা এবং ইয়াজিদের মনোনয়ন ও হজরত মুআবিয়ার দায় ইত্যাদি বিষয় বইটির বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে। বাঙালি পাঠকের চিন্তার জগতে ইসলামের ইতিহাসের বিরোধপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জমে থাকা নেতিবাচক ধারণা পরিবর্তন করে ঐতিহাসিক বাস্তবতা, দলিল ও যুক্তির আলোকে সত্যের আলো ছড়িয়ে দিতে বইটি অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।