• NCTB প্রণীত সর্বশেষ নতুন প্রশ্নকাঠামো অনুসারে পাঠ্যবইয়ের প্রত্যেকটি লেসনের সমন্বয়ে Reading Test (Seen Comprehension, Cloze Test with Clues, Cloze Test without Clues, Rearranging Sentences)-এর ওপর পর্যাপ্ত সংখ্যক Model Question সংযোজন করা হয়েছে।
• অধিক অনুশীলনের জন্য প্রয়োজনীয় প্রায় সবগুলো Seen passage-এর ওপর পর্যাপ্ত সংখ্যক MCQ, Short Answer Question, Information Transfer, Flow Chart ও Summary Writing সংযোজন করা হয়েছে ।
• Comprehension-অংশের অনুশীলনকে আরও সহজ ও বোধগম্য করতে প্রয়োজনীয় Vocabulary ও বঙ্গানুবাদ সংযোজন করা হয়েছে। পাশাপাশি, প্রায় প্রতিটি MCQ-এর সাথে সংযোজন করা হয়েছে সহায়ক Hints |
• পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত সবগুলো Poem-এর বঙ্গানুবাদসহ Summary দেওয়া হয়েছে।
• বিগত বছরের বোর্ড পরীক্ষা এবং সেরা কলেজসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে Cloze Test ও Rearranging অংশটি সাজানো হয়েছে। অনুশীলনের সুবিধার্থে প্রত্যেকটি Cloze Test প্রশ্নের সাথে প্রয়োজনীয় Word Meaning সহ উত্তরের ব্যাখ্যা এবং Rearranging-এর ক্ষেত্রে বঙ্গানুবাদ সংযোজন করা হয়েছে।
• সর্বশেষ সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসারে Writing Part-এর সবগুলো আইটেমকে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। অনুশীলনের সুবিধার্থে প্রয়োজনীয় বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। প্রযোজ্য সকল ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়াবলির ওপর প্রশ্ন সংযোজন করা হয়েছে।
Title
HSC ইয়ং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোয়েস্টিয়ন্স ফার্স্ট পেপার উইথ সলিউশন (ক্লাস ১১-১২/HSC) - Solution First Paper