কথায় বলে, যা নেই ভারতে তা নেই। কিন্তু প্রথম ভারতে, অর্থাৎ মহাভারতে কী রয়েছে, তা কি সত্যি আমরা জানি ? কেউ-কেউ হয়তাে জানি, কিন্তু সবাই জানি না। আর যারা জানি না অথচ অল্পায়াসে জানতে চাই, তাদের কথা ভেবেই এই দারুণ কৌতুহলকর এবং তুমুল পরিশ্রমী গ্রন্থটি রচনা করেছেন বিষ্ণুপদ চক্রবর্তী। অবশ্য এ-বই শুধু তাঁদের জন্যই নয়, যাঁরা মহাভারত পড়েননি। তাঁদের জন্যও, যাঁরা সম্পূর্ণ মহাভারত পড়েছেন বটে, কিন্তু মহাভারতের অসংখ্য খুঁটিনাটি তথ্য স্মৃতিতে ধরে রাখতে পারেননি। এ বই তাঁদেরও কাজে লাগবে। কী আছে এই বইতে ? আছে, মহাভারত সম্পর্কে অতি অল্প সময়ে গড়ে তােলার উপযােগী একাধিক সংক্ষিপ্ত ভাষ্য। মহাভারতের যাবতীয় কৌতুহলকর তথ্য-সন্নিবেশ। মহাভারতের যুগে বিভিন্ন স্থান-নদী-পাহাড়-বন প্রভৃতির বর্তমান নাম ও অবস্থান নির্দেশ। আছে, বেদ, পুরাণ, উপনিষদ ইত্যাদি সম্পর্কে সহজ ভাষায় পরিচয় প্রদান আছে, সপ্তর্ষি, অষ্টবসু দ্বাদশ আদিত্য—এমনতর সমষ্টিবাচক শব্দের ব্যাখ্যা। সর্বোপরি রয়েছে, মহাভারতের বিভিন্ন উল্লেখযােগ্য চরিত্র ও স্থানের বর্ণানুক্রমিক সংক্ষিপ্ত তালিকা। এই তালিকা থেকে অভিধান-দেখার মতােই প্রয়ােজনীয় তথ্যাদি এক মুহূর্তে জেনে নেওয়া সম্ভবপর।