মানুষ হবো
শিশুসাহিত্য বাংলাসাহিত্যের সমৃদ্ধ একটি শাখা। শিশুসাহিত্যে শিশুতোষ ছড়ার স্থান প্রথম। শিশুসাহিত্য নিয়ে যাঁরা চর্চা করেন, শিশুতোষ ছড়া নিয়ে যারা পরিশ্রম করেন, ছড়াশিল্পী মুস্তাফা ইসলাহী তাঁদের একজন। তাঁর ছড়া শুধু শিশু কিশোরদেরই নয়; বড়দেরকেও সমানভাবে আকর্ষণ করে। মুগ্ধ করে।
শিশুকিশোর মনের নানাবিধ ভাবনা মুস্তাফা ইসলাহীর মায়াবী হাতের পরশে ডানা মেলে ওড়ে। তাঁর লেখার বিষয়বস্তু বর্ণিল, আনন্দ ও বৈচিত্র্যে ঠাসা। নৈতিক চরিত্র গঠনে সুখপাঠ্য। ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য। ছন্দ মিলে তিনি সিদ্ধহস্ত।
তাঁর মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায় পর্ব বিন্যাস এবং আদি মিল, মধ্য মিল ও অন্ত্য মিলে।
বাংলা তিন ছন্দে সমানতালে পদচারণা তাঁর। স্থায়ী অস্থায়ী ভাব রসে আমোদিত তাঁর ছড়া। শিশুকিশোর মনের প্রতিচ্ছবি জীবন্ত হয়ে ওঠে তাঁর ব্যবহৃত কাব্য অলঙ্কারে। প্রাণবন্ত হয়ে ওঠে চিত্রকল্প।
ছড়াগ্রন্থ ‘মানুষ হবো’ মুস্তাফা ইসলাহীর অনবদ্য উপস্থাপনা। শিশু-কিশোরদের বিচিত্র মনোজগৎ, আচরণ, ইচ্ছা-আকাক্সক্ষা, যাপিত জীবনের নানা অনুষঙ্গ ঠাঁই পেয়েছে এ গ্রন্থে। প্রাসঙ্গিকভাবে এ গ্রন্থে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, ভাষাপ্রেম, প্রকৃতিপ্রেম, মানবতা।
শিশু-কিশোরজীবনের হাসি-আনন্দ, দুঃখ-বেদনা, স্বপ্ন-আকাক্সক্ষা, আশা প্রত্যাশায় মোড়ানো এ গ্রন্থ। শিশু কিশোর হৃদয়ের চরিত্র-প্রকৃতি, রূপ-রস, আবেগ-উচ্ছাস, ছন্দ-গন্ধ, উপমা আর সুষমায় ভরা এ গ্রন্থের অলিগলি। শহরজীবন ও আত্মকেন্দ্রিক জীবন থেকে মুক্তি খোঁজে শিশু। ওরা কাজের মেয়ের মমতা চায় না। চায় মায়ের ভালোবাসা । গ্রামই তাদের আপন ঠিকানা। গ্রামীণ খেলার আনন্দে কাটে ওদের স্বর্ণালী সময়। বিল, ঝিল, কাশবন ঘুরে বেড়ানো ওদের নেশা।
ওরা মিশে যেতে চায় ফুল, বৃষ্টি, মাটি, জলে। প্রকৃতির গন্ধ শুঁকে শুঁকে বড় হতে চায় ওরা।
কবি মুস্তাফা ইসলাহীর মনে করেন - ‘শিশু বড় হয়ে যাই হোক না কেনো, তাকে সবার আগে মানুষ হতে হবে। হতে হবে আদর্শবান, মানবিক ও প্রভুপ্রেমে নিমগ্ন মানুষ। এসব মানুষের জীবন কাটে পুষ্প সৌরভে। তাদের ইহকাল ও পরকাল হয় সুখময়, আনন্দময়।’
‘মানুষ হবো’ শিশু, কিশোর, তরুণসহ সকল পাঠকের হৃদয় আন্দোলিত করবে। আলোকিত করবে। পরিতৃপ্ত হবে পাঠকাত্মা। এ আমার দৃঢ় বিশ্বাস।
প্রকাশক