জীবনের প্রতিচ্ছবি-প্রতিবিম্বই তো গল্প অর্থাৎ জীবন ও সমাজই গল্পের আকর। গল্পকারের অন্তর্দৃষ্টির তীক্ষ্ণতা ও গভীরতা দিয়ে জীবন ও সমাজকে ব্যবচ্ছেদ করে কল্পনাশক্তির বিচিত্র বর্ণে এবং শব্দের ব্যঞ্জনায় তিনি চিত্রিত করেন চরিত্র। সৃষ্টি হয় গল্প, উপন্যাস, নাটক। সাহিত্য মানেই শব্দের ছবি, শব্দের শিল্প।
পনেরোটি গল্পের বিন্যাসে ‘ক্যানপিতে রোদের মায়া’ গল্পগ্রন্থটি মলাটবন্দি হয়েছে। সঙ্গীতা ইয়াসমিন অত্যন্ত দরদ ও যত্ন সহকারে গল্পগুলো নির্মাণ করেছেন। তাঁর নির্মাণশৈলীতে রয়েছে নৈপুণ্য ও বৈদগ্ধের ছাপ।
সবগুলো গল্পের ভরকেন্দ্রে রয়েছে নারী চরিত্র। এই চরিত্রগুলো আমাদের চারপাশের, চেনা মুখ, পরিচিত যারা পর্দার আড়ালে থেকে আজীবন ধর্ষকামী ও নিষ্ঠুর পুরুষের যাঁতাকলে পিষ্ট হওয়ার অব্যক্ত যন্ত্রণার দগদগে ক্ষত আজীবন বয়ে চলে। এ-রকম অব্যক্ত যন্ত্রণার প্রতিচ্ছবি নিপুণভাবে চিত্রিত করেছেন কথাশিল্পী ও কবি সঙ্গীতা ইয়াসমিন। গল্পের ন্যারেশন ডিটেইল এবং পাঠের শুরুতেই গল্পের গভীরে টেনে নেওয়ার মতো চুম্বকীয় আকর্ষণ গল্পগুলোতে সৃষ্টি করতে গল্পকার সফল হয়েছেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছেন সমাজের মানুষের চরিত্র। গ্রন্থটি পাঠশেষে পাঠকের মনে নারী জীবনের প্রেম-বিরহ-নির্যাতনের ধ্বনি করোটিতে অনুরণিত হয় দীর্ঘ সময়।
মোজাম্মেল হক নিয়োগী, কথাসাহিত্যিক
—————————————————-
লাইটার, পার্সেল, আয়না, আফিম, বেলফুল ও একটি মৃত্যু এরকম বেশ কয়েকটি হার্দ্য গল্পের ঝাপি মেলে ধরেছেন সম্পূূর্ণ নতুন ভাবনার আলোকে বাংলা সাহিত্যের আঙিনায় সঙ্গীতা ইয়াসমিন তার প্রথম গ্রন্থ ‘ক্যানোপিতে রোদের মায়া’ গল্পগ্রন্থে। মনকাড়া প্রচ্ছদসহ সুদৃশ্য মলাটের এ গ্রন্থটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখার মতো।
সর্বমোট ১৫টি গল্পের এই সংকলনে গল্পের প্রেক্ষাপট কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো আবার কখনো বিদেশের চরাচর। আবার মনে হবে দুই ভুবনেরই যেন মিশেল। চরিত্রগুলো আমাদের চারপাশের, অতি চেনা ছকের। পাঠকের মনে হতে পারে, এ যেন আমারই জীবনকথা।
লেখক সঙ্গীতা ইয়াসমিন প্রায় দেড় দশক কানাডায় বসবাসরত। সেকারণে বিদেশের প্রেক্ষাপট আর সেখানকার ছায়াচিত্রও রয়েছে ঘটনাক্রমে কিছু গল্পের উঠোনে।
মানুষ হিসেবে তো বটেই, নারী যে একটা পরিপূর্ণ জীবনের অন্যতম প্রধান অনুসঙ্গও- তা তিনি সুনিপুণ দক্ষতায় তুলে এনেছেন জীবন্ত গল্পের পরতে পরতে।