'জিন্না: ভারত দেশভাগ স্বাধীনতা' বইয়ের ফ্ল্যাপের লেখা ১৯৪৭ সালের দেশভাগ নিঃসন্দেহে বিংশ শতাব্দীর সবচেয়ে মর্মঘাতী ক্ষত, গাঁধীর মতো কেউ-কেউ যাকে তুলনা করেছিলেন জীবিত প্রাণীর শবব্যবচ্ছেদের অসহ্য যন্ত্রণার সঙ্গে। উপমহাদেশের চার প্রজন্মের মানুষের মনস্তত্ত্বকে এ ঘটনা তাপদগ্ধ ও অসার করে দিয়েছে। কেন আদৌ এ ঘটনা তাপদগ্ধ ও অসাড় করে দিয়েছে।কেন আদৌ এ ঘটনা ঘটেছিল? এ জন্য দায়ীই বা কে? জিন্না? কংগ্রেস? নাকি ব্রিটিশরা? যশোবন্ত সিংহ এ প্রশ্নেরই একটা উত্তর খোঁজার চেষ্টা করেছেন।একান্তভাবেই তাঁর নিজস্ব উত্তর। কেননা প্রশ্নটির সম্ভবত কোনও নির্দিষ্ট একটা উত্তর হয় না। লেখক তবু তাঁর অনুসন্ধান চালিয়েছেন। জিন্নার রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়েছিল (গোপালকৃষ্ণ গোখলের ভাষায়) ‘হিন্দু-মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত’ রুপে। কিন্তু তা শেষ হয় ভারতীয় মুসলিমদের ‘একমাত্র মুখপাত্র’ পাকিস্তানের স্রষ্টা এবং কায়েদ-এ-আজম হয়ে ওঠায়। কেন এবং কিভাবে এই রুপান্তর ঘটল? কোন ভারতীয় বা পাকিস্তানি রাজনীতিক কিংবা সাংসদ কায়েদ-এ-আজম মহম্মদ আলি জিন্নার নিরপেক্ষ, বিশ্লেষণধর্মী রাজনৈতিক জীবনী রচনা করার চেষ্টা করেননি-তার সম্পর্কে বেশিরভাগ লেখাতেই হয় তাঁকে দেবতা প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, অথবা দানব। এই বইতে জিন্নার বস্তুনিষ্ঠ মূল্যায়নের চেষ্টা রয়েছে।
'জিন্না: ভারত দেশভাগ স্বাধীনতা' বইয়ের সূচিপত্র প্রস্তাবনা: একটি জটিল সূচনা..........১ ১. ভারত ও ইসলাম..........৭ ২. জেনাভাই থেকে জিন্না: একটি সফর..........৫৩ ৩. উত্তাল কুড়ির দশক..........১০১ ৪. লক্ষ্য নির্দিষ্ট হচ্ছে, পথও সীমিত হয়ে আসছে..........১৩৭ ৫. ছােট দশক, লম্বা দৌড়..........১৮৯ ৬. সাম্রাজ্যের সুর্যাস্ত..........২৪৫ ৭. উত্তরাধিকারের লড়াই: ভিন্ন ভিন্ন পথ..........২৯০ ৮. আললাচনার ঘূর্ণিপাক..........৩৪৬ ৯. ভাইসরয় মাউন্টব্যাটেন-এর সময়কাল: ব্রিটিশ রাজ-এর অবসান..........৩৭৬ ১০. পাকিস্তানের জন্ম — স্বাধীনতা: কায়েদ-এর শেষ যাত্রা..........৪১১ ১১. অতীতের দিকে ফিরে..........৪২০
Jaswant Singh (born 3 January 1938) is a retired officer of the Indian Army and a former cabinet minister. He is a founding member of the Bharatiya Janata Party. He is one of India's longest serving parliamentarians, having been a member of one or the other house almost continuously between 1980 and 2014. he was elected on a BJP ticket to the Rajya Sabha five times (1980, 1986, 1998, 1999, 2004) and to the Lok Sabha four times (1990, 1991, 1996, 2009). During the Vajpayee administration (1998-2004), he held some of the highest offices of the land, handling at various times the cabinet portfolios of Finance, External Affairs and Defence. He also served for a period as Deputy Chairman of the Planning Commission (1998–99). In the aftermath of India's nuclear tests of 1998, he was deputed by Prime Minister Vajpayee to act as India's single representative to hold repeated, long-term dialogue with the USA (represented by Strobe Talbott) on matters related to nuclear policy and strategy; the outcome of the sustained engagement was positive for both countries. After his party lost power in 2004, Jaswant Singh served as Leader of Opposition in the Rajya Sabha from 2004 to 2009. Jaswant Singh incurred the displeasure of his party colleagues when, after the party suffered its second successive defeat in 2009, he circulated a note demanding thorough discussion on the debacle. Only weeks later, a book authored by him was released, in which he was found to have written sympathetically about Jinnah. Singh remained unrepentant through the brouhaha that followed, but found himself marginalized thereafter within the party and left to his own devices, to tend to his parliamentary constituency of Darjeeling in West Bengal. Come the elections of 2014, his party decided not to field him from any constituency. He decided to contest anyway as an independent from his native constituency of Barmer in Rajasthan. This meant that he would face off against the candidate put up by his party, and after he refused to withdraw, he was expelled from the BJP on 29 March 2014. He lost the election to the candidate put up by his former party. Only a few weeks later, on 7 August 2014, Jaswant Singh suffered a fall in the bathroom of residence and suffered a serious head injury. He was admitted to Army's Research and Referral hospital in Delhi for treatment. He has been in a state of coma ever since.