‘ফাযায়েলে আমল ও উলামায়ে দেওবন্দ : আপত্তি ও খণ্ডন’ সময়ের এক জরুরি গ্রন্থ। তাবলিগ জামাত যে গ্রন্থটির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল তার নাম, ফাজায়েলে আমল। কিন্তু সেই গ্রন্থটিতে আছে অনেক ভুল তথ্য ও আপত্তি করার মতো অসংখ্য বিষয়াশয়। উলামায়ে হক যেই সমস্যাগুলো নিয়ে কথা বলছেন যুগ যুগ ধরে।
তারই প্রেক্ষিতে রচিত ফাযায়েলে আমল ও তাবলিগ জামাত-সম্পর্কিত প্রায় সকল অভিযোগের তথ্যবহুল জবাবনির্ভর অনবদ্য গ্রন্থ হলো ‘ফাযায়েলে আমল ও উলামায়ে দেওবন্দ : আপত্তি ও খণ্ডন’
এই গ্রন্থের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো:
১. তাবলিগ জামাত সম্পর্কিত বিভিন্ন সংশয় ও অভিযোগের তথ্যবহুল জবাব।
২. ফাজায়েলে আমল, ফাজায়েলে হজ, ফাজায়েলে সাদাকাত ও ফাজায়েলে দরূদ কিতাবে উদ্ধৃত অভিযুক্ত ঘটনার সূত্র উল্লেখ ও তাহকিক।
৩। প্রামাণ্য মূল গ্রন্থের ইবারত ও প্রয়োজনে স্ক্রিণশট সংযোজন।
৪। ফাজায়েল সম্পর্কিত প্রচলিত বিভিন্ন হাদিসের তাখরিজ ও তাহকিক।
৫। প্রশ্নোত্তর আকারে অভিযোগ উত্থাপন ও জবাব প্রদান পদ্ধতিতে সাজানো।
৬। আকাবিরে দেওবন্দের উপর উত্থাপিত বিভিন্ন অভিযোগের তাহকিকি জবাব।
৭। উলামা, তুলাবা ও সাধারণ মুসলিম সবার জন্য বোধগম্য ভাষায় সরল উপস্থাপন।
৮। বাংলা ভাষায় ইতোপূর্বে ফাজায়েলে আমল ও তাবলিগ জামাতের উপর উত্থাপিত অভিযোগের জবাবে এমন তথ্যবহুল কোন গ্রন্থ প্রকাশিত হয়নি।