আমাদের জীবনটা খুবই অদ্ভুত। অদ্ভুত জীবনের রং। অদ্ভুত তার গতিপথ। কতটা অদ্ভুত তার ছোট্ট প্রমাণ পাওয়া যায় বিপ্লবী নারী-তে।
বইটির প্রধান চরিত্র সাইফ। ভার্সিটি পড়ুয়া হলেও ধর্ম বিষয়ক জ্ঞান ছিল তার মধ্যে। ধর্মচর্চার সুবাদে সে ছিল সুস্থ চিন্তার মানুষ। মানবদরদি। উপন্যাসের অন্য প্রধান চরিত্র তুহফা। সে সাইফের বিপরীত ছিল। তার মধ্যে ধর্মচর্চা ছিল না। সেই তুহফাও একদিন ধার্মিক হলো। হলো সাইফের ছোঁয়াতেই। যদিও সে পথ সহজ ছিল না। সাইফের সাথে প্রথম সাক্ষাৎ সেদিন হয় তুহফার, যেদিন তুহফা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। তুহফাকে সর্বাত্মক সহযোগিতা করে সাইফ। সাইফ তুহফার জীবনে আসে ঝড়ের মতোন, সে ঝড় কিছু বোঝার আগেই চলে যায়; কিন্তু দোলা দিয়ে যায় তুহফাকে। তুহফা কেবলই ভাবতে থাকে সাইফের কথা। ভাবে-এ প্রেম নয় তো?
সাইফের সাথে দ্বিতীয় সাক্ষাৎ সেদিন; যেদিন সাইফ গুলিবিদ্ধ হয়। সেদিন সাইফকে যে সাহায্য করেছিল; সে তুহফা। তুহফাও সেদিন সাইফের কাছে আসে ঝড়ের মতোন; সে ঝড় সাইফের মনে দোলা দিয়ে যায়। সাইফ কেবলই ভাবতে থাকে তুহফার কথা। ভাবে-এ প্রেম নয় তো?
সাইফ ও তুহফা; দুজনের অপরের প্রতি দুর্বলতা; কিংবা প্রেম-ধরা পড়ে তাদের পরিবারে। তাদের কি আর দেখা হয়েছিল? কিংবা কথা? এর সমাধান পেতে পড়ুন সালিম আহমদ-এর উপন্যাস-বিপ্লবী নারী। উপন্যাসটিতে যেভাবে আছে প্রেমরস, তেমনই আছে জীবনের কথা। প্রায় স্থানে এসেছে জীবনঘনিষ্ঠ কিছু আয়াত-যা উপন্যাসকে করেছে আরও সুন্দর, ফলপূর্ণ।
বিপ্লবী নারী পাঠকসমাজে বিপ্লব ঘটাক-সে প্রত্যাশায়...