" রক্ত ফোঁটা ফুল " কবিতার বই সম্পর্কে কিছু কথা ---
কবিতা আসলে আমি লিখতে চাই না । কবিতা লিখতে না চাইলেও মগজে , হৃদপিণ্ডে
রক্তের কণা ভিতর থেকে হেসে খেলে মায়াবী ছায়ায় ছিঁড়ে ছিঁড়ে আসে মায়বী কান্নায় বেশে , অভিমানী কিংবা বিপ্লবী হ'য়ে আসে চিরন্তন বাণী নিয়ে ।
সভ্যতা যখন অসভ্য হয়ে আসে তখনই কবিতা না লিখতে চাইলেও কবিতার ধরন নিয়ে আসে অসভ্য মানুষকে ভালো মনের মানুষ গড়তে । যুগে যুগে মানুষের খায়েশ মিটাতে আসে কবিতা ধরন নিয়ে । কবিতার স্বভাব হচ্ছে বিপ্লবী সৃষ্টি করা আর দূর্বল মানুষকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেওয়া । যা কবিতার স্বভাবতই হচ্ছে প্রকৃতির আস্তানার বুকে স্বৈরাচারকে ছুঁড়ে ফেলে দেওয়া । রক্তে রক্তে বিশুদ্ধ কণার ভিতরে কবিতা সহ্য করতে পারে হাজারো বছরের হাজারো রকম স্বৈরাচার , অত্যাচার , নৈরাজ্য , নিপীড়ন , এবং রক্তাক্ত রক্ত ক্ষরণ দিয়ে । যা গভীরতা থেকে স্বাচ্ছন্দবোধ করে কবির কবিত্ব সাহসিকতা লেখনীয় দ্বায়ায় । হয়তো মাঝে মাঝে ছন্দের তালে ব্যাঘাত ঘটে রক্ত চক্ষুর বাক স্বাধীনতার আডালেও ।
মানুষ মানুষের স্বভাব পরিবর্তন হলে প্রকৃতির প্রতি ভালোবাসা পেলেও সেই ভালোবাসা সুস্থতার কামনায় হৃদয় ক্ষরণে বুঝতে পারে শোক কবজ, বিরহ , মানবতার জয়গান । যা সমস্ত হৃদয়ের রোগ বালাই সারতে কিংবা হৃদয়ের ভিতরে বিশুদ্ধ করতে প্রকৃতির সাথে মিশে গিয়েও কেউ না কেউ এসে জীবনদর্শন কিংবা আত্মোন্নয়নমূলক প্রতিবাদী ঘ্রাণ ছড়িয়ে দিতে পারে জীবনবোধের জীবন্ত উৎসবে । হয়তোবা বাইরে বা
ভিতরে কোনো না কোনো অন্ধকার কেটে আলোর সারিতে উচ্ছ্বোসিত হয়ে বেরিয়ে আসে মানব কল্যাণের ইতিহাস । আমাদের এই মূলভিত্তি চরিত্রের সাথে সমস্ত জীবনের রাগ - অনুরাগ , হিংসা - বিদ্বেষ দূরে সরে মিশ্রিত হয় কবিতার আগমনে ,আর তখনই ভয়ভীতি চোখে ভেসে আসে ষড়যন্ত্রের মূলকাঠামো ভিত্তিগুলো । যা হয়তো ভেঙে চুরে চুরমার করে দেয় বিপ্লবী স্লোগানে ।
কবিতার রূপ বদলায় আহত রক্তাক্ত দেখে, কবিতার রূপ বদলায় মৃত্যুর স্বাদ দেখে, কবিতার রূপ বদলায় ভালোবাসার শোকের কবজে , কবিতার রূপ বদলায় বিপ্লবী কণ্ঠে , কবিতার বিশুদ্ধ রূপে সৃষ্টি হয় বিশুদ্ধ বিপ্লবী পৃথিবীর রূপে । যা বিপ্লবী বিপ্লব জাগরণ সৃষ্টি হয় জীবন্ত রক্তাক্ত ঘ্রাণ থেকে , কান্নার আওয়াজ থেকে , একাকিত্ব একক থেকে , হৃদয় ভাঙ্গা সেই হারানোর প্রিয়জন থেকে ।
সুতরাং জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানবজীবনের আছে দুঃখ -কষ্ট , প্রেম - বিরহ , স্মৃতি - বিস্মৃতি , চেনা- অচেনা , জানা - অজানা সবকিছু মধ্য দিয়েই আমাদের জীবনটাকে রক্তের কণার ভিতর থেকে রক্তাক্ত হ'য়ে ফুলের ঘ্রাণ ছড়িয়ে দেয় প্রতিবাদী চেতনার মধ্য দিয়ে । যা জীবন্ত দুয়ারে দুয়ারে নাড়া দেয় জীবনের ইতিহাস । এ ইতিহাস হয়তো ভালোবাসার চেতনা দিয়ে , এ ইতিহাস হয়তো মুক্ত চিন্তার চেতনা দিয়ে , এ ইতিহাস হয়তো জীবন যুদ্ধের চেতনা দিয়ে , এ ইতিহাস হয়তো সমাজ - সংস্কৃতি আবার কখনো মা, মাটি ও মানুষের মানবতা চেতনার মধ্য দিয়ে জীবনবোধের উদ্ভাসিত উদ্ভাস হয় রক্ত ফোঁটা ফুল থেকে ।
কবি
জামিনুর ইসলাম