প্রথমেই বলে রাখি IELTS এর Cambridge exam preparation এর এখন পর্যন্ত সবচেয়ে কঠিন 18 টি passage নিয়ে লিখা হয়েছে বইটি,,,, এবং 18 টি passage সহজ সাবলীল ভাষায় লিখা হয়েছে,,,,,,, যেন যে কেউ সহজে IELTS Reading সম্পর্কে জানতে পারে।।।
বইটি যাদের জন্য :
যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা IELTS নিয়ে ভাবছেন বইটি তাদের জন্য।।।।
যারা IELTS শুরু করেছেন বইটি তাদের জন্য।।।।
যাদের কাছে IELTS Reading টা অনেক কঠিন মনে হচ্ছে , বইটি তাদের জন্য।।।
যারা IELTS Reading এর passage গুলো অর্থসহ পড়তে চান বইটি তাদের জন্য।।
বইটিতে কি কি সুবিধা পাবেন👇👇
1. IELTS Reading এর জন্য আপনার solve করার Attitude টা কেমন হবে সেটা এই বই এ উল্লেখ করা হয়েছে।।
2. এখানে প্রতিটি word ক্রমান্বয়ে এ পাবেন। প্রথম দিকের word প্রথমেই পাবেন, সাথে থাকছে word এর synonyms.
3.প্রশ্ন বুঝতে সমস্যা হলে প্রশ্ন অংশের word meaning সাথে synonyms.
4.Answer location খুঁজে না পাওয়া গেলে এখানে পাবেন। কোন কোন sentence এ রয়েছে কিভাবে রয়েছে।
5.Answer এর বাংলা ব্যাখা সহ দেওয়া রয়েছে।
6.কিভাবে Vocabulary শিখা উচিৎ।
7.Reading এর ক্ষেত্রে বিরক্ত হলে কি করবেন।
8.কোন passage টি প্রথমে শুরু করবেন।
9.কোন Question type শুরু করবেন প্রথমে।
10.Scanning and skimming এর Tips সমূহ।
10.Fill in the Blank এর Tips।
11.Heading matching এর Tips।
12.True,false not given এর Tips।
13.সবশেষে রয়েছে IELTS এর Most repeated 700 vocabulary.