ধাতব পাখির জানালা দিয়ে পাখির চোখে আকাশের উপর থেকেই দেখতে পাচ্ছি প্যারিসের ভূমি স্থাপনা অরণ্য সাদৃশ্য শহর। শুধুই ভাবছি এই কী সেই মোহনীয় প্যারিস শহর: যার বুকে আমি একদিন আকাশ থেকে এসে এর মাটিতে নামব। আমার সিটের ডানে বসা একজন ফরাসি তরুণী আর বায়ে বসা একজন আরব প্রকৌশলী নারী। আমার বার বার একান্ত দৃষ্টিপাত দেখে ওরা বুঝে নিয়েছে আমি এই প্রথমবার প্যারিসযাত্রী হয়ে এসেছি। দ্ুই একবার চক্কর দিয়ে হঠাৎ মাটিতে ল্যান্ড করা মাত্রই একটু উচ্চস্বরে উত্তেজিত হয়ে বলেই ফেললাম প্রিয় প্যারী, তোমার বুকে এসেছি—তোমার ভালোবাসায় আমাকে বরণ করে নাও। ইতিমধ্যে ল্যান্ডিং প্রস্তুতির সময় প্যারিসের আকাশে প্রবেশ করা মাত্রই আরব সুন্দরী মেসুন আলসি বিবি আমাকে একটি ট্রাডিসনাল আরব নারীর স্কেচ্ একে দিয়েছেন ছোট কাগজে, তার আগেই ফরাসি কন্যা শঁভেও একটি কিউবিক স্কেচ্ একে দিয়েছে আমার জন্য। ল্যান্ডিং ক্ষণের পূর্ব মুহুর্তেই আমাকে স্বাগত জানিয়ে সাথে সাথেই দুইজন আকাশবন্ধু আমাকে বললেন, Mr. Hossain , Now you are in paris! আর আমি বললাম প্রিয় প্যারিস, আমি তোমাকে ভালোবাসি। প্যারি মন আমুর। I luv paris! প্যারি আই সুরু! এইতো আমি প্যারিসে। আমার সারা জীবনের আরাধ্য স্বপ্নের প্যারিসে তোমার ছোঁয়ায় আমি।