প্রি-অর্ডারের এই পণ্যটি 14 Jan 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
ভাষা যেমন মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম তেমনই কোন বিষয়ের মহত্ব প্রকাশের মাধ্যম কবিতা। বর্তমান পৃথিবীতে থাকা প্রায় সাত হাজার একশত ভাষার আপনি হয়তো দু-একটাই জানেন অনেকাংশে। আপনি জানেন বা না জানেন, এটা আমার উদ্বেগের বিষয় নয়। আমার উদ্বেগ হলো কবিতার ভাষা নিয়ে যা খুব কম মানুষই বোঝার ক্ষমতা রাখে। যারা বোঝে হয়তো বা আপনি তাদের দলে হয়তো বা না কিন্তু আপনাকে অবশ্যই তাদের দলে থাকতে হবে যারা এ মহত্ত্ব প্রকাশের ভাষা বা কবিতার ভাষাকে সম্মান ও শ্রদ্ধা করে।
আমার এ কাব্যগ্রন্থ 'প্রিয়শী ও যুদ্ধ' রচনার অন্যতম উদ্দেশ্য হলো, কবিতার মহত্ব, কবিতার শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। জানিনা আমি কতটুকু পেরেছি এ কাজটি করতে, তবে আমি না পারলেও এ কাজটি সকল কবি ও সাহিত্যিকদের সঁপে দিতে চাই, এবং সকল শ্রেণির পাঠকদেরকে অনুরোধ করতে চাই যাতে করে তারা কবিতার এ মহত্ত্ব প্রকাশে কবি ও সাহিত্যিকদেরকে সমানতালে সহযোগিতা করে।
কবিতা মানে শুধুমাত্র এক লাইনের অন্তিম স্বরের সাথে অন্য লাইনের অন্তিম স্বরের মিল বা সাজুগুজু করে আপনার সামনে হাজির হওয়া নয়। কবিতা মানে মাধুলতা, সরলতা, প্রাঞ্জলতা । কবিতা মানে গভীরতা, মহত্বের গভীরতা। আমাদের আশেপাশে ঘটে যাওয়া প্রতিদিনের সাধারণ ঘটনাগুলো আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে তা আমরা না বুঝলেও কবিতা বোঝে। কবিতা এর গভীরতা বোঝে এবং তার প্রয়োজনীয়তা বোঝে। আর সেটাই সে তার মত করে মহৎ আকারে আমাদের সামনে তুলে ধরে। আর এ কবিতা বুঝতে হলে আপনার অনেক বেশি শিক্ষিত বা সাংস্কৃতিক হতে হবে না, শুধুমাত্র একটা সরল মনের অধিকারী হতে হবে যেখানে থাকবে কবিতার জন্য সম্মান ও শ্রদ্ধা।
হাজার বছরের ইতিহাসের একজন বাঙালি হিসেবে আপনার অবশ্যই কবিতাকে ভালোবাসতে হবে,শ্রদ্ধা করতে হবে। আগামী প্রজন্মের হাতে এই কবিতাকে এমন ভাবে তুলে দিতে হবে যাতে করে তারা কবিতাকে এবং এই মহত্বের মাধ্যমকে বাঁচিয়ে রাখতে পারে যতদিন পৃথিবী বেঁচে থাকে।