একজন গবেষক ও একজন সাধারণ লেখকের পার্থক্য হলো একজন গবেষককে লিখতে হয় যুক্তির প্রেক্ষিতে। অনেকই মনে করে IELTS এর সবচেয়ে জটিল এবং কষ্টসাধ্য মডিউল হলো IELTS Writing। কিন্তু মজার ব্যাপার হলো IELTS Writing একটি সহজ ও আনন্দদায়ক মডিউল।
একটা জনপ্রিয় মতামত রয়েছে যে, ‘ইংরেজি শিখতে হয় ইংরেজি দিয়েই অর্থাৎ এখানে বাংলা ব্যবহার করা সমীচীন নয়’। এ বিষয়ে একজন প্রথিতযশা বাংলাদেশী চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খানের একটি উক্তি তুলে ধরছি। তিনি বলেছেন ‘শিক্ষা বা জ্ঞানের জন্য যদি মাতৃভাষা ব্যবহার না করেন তবে তার যে আনন্দ তা অর্ধেক মাটি হয়ে যায়।’ চিন্তা করুন আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা আমেরিকা যান যাদের মাতৃভাষাই ইংরেজি তবে দেখতে পাবেন সেখানকার মুচি, জেলে, কামার, কুমার পৃথিবীর অন্য যেকোন দেশের জ্ঞানী মানুষের থেকেও ভালো ইংরেজি বলতে পারে। সুতরাং, যারা বাংলা বাদ দিয়ে ইংরেজি মাধ্যমে পড়ে মানেই তারা মেধাবী আপনি নন এই ধারনা বাদ দিতে হবে। নিজের মধ্যে লুকায়িত মেধার ব্যবহার করতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন দেশের বিখ্যাত ব্যক্তি যেমন আহমদ ছফা, হুমায়ূন আহমেদ বা ডক্টর মুহম্মদ ইউনূস কেউই মাতৃভাষার মতো করে ইংরেজি বলে না কিন্তু তারা অসম্ভব মেধাবী এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সেরা।আপনি যদি উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করেন যেমন: জার্মানি, রাশিয়া, জাপান এমনকি সুইডেন তারা তাদের মাতৃভাষাতেই গণিত, বিজ্ঞান, বিভিন্ন গ্রহ নক্ষত্রের গবেষণা, এমনকি ইংরেজি চর্চাও মাতৃভাষাতেই করে। ব্যাপারটা বেশ মজার তাইনা। অর্থাৎ আপনি যদি বিদেশি ভাষাও শিখতে চান সেক্ষেত্রেও আপনার মাতৃভাষার সহযোগিতারবিকল্প নেই। মনে রাখবেন, যেকোন ভাষা শিখতেই আপনার জ্ঞান বা বুদ্ধির প্রয়োগ ঘটাতে হবে। আর শিক্ষা বা জ্ঞানের জন্য যদি মাতৃভাষা ব্যবহার না করেন তবে তার যে আনন্দ তা অর্ধেক মাটি হয়ে যায়।
সত্যি বলতে, বর্তমানে IELTS Writing নিয়ে সেই মানের গবেষণামূলক লেখা অপ্রতুল ফলে আপনি চাইলেও খুব ভালো মানের গবেষণাধর্মী বই বাজারে পাবেন না। একজন স্টুডেন্ট অনার্স, মাস্টার্স শেষ করে আবার IELTS এর জন্য এক বছর পড়ে কারন কিভাবে খুব সহজেই এক বা দুই মাসের মধ্যে ৭ পাবে এ বিষয়ে গবেষণাধর্মী কোন বই নাই। বিষয়টি আমার কাছে খুব বিরক্তিকর এবং কষ্টের। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এমন একটা বই দরকার যে বইটি এক সপ্তাহ পড়ার পরেই যেন মনে হয় ‘হাঁ, আমি চেষ্টা করলেই IELTS এ ৭ পেতে পারি’। আপনাদের সেই আত্মবিশ্বাস দিতে এবং গবেষণাধর্মী আলোচনা করতে আমার কলম ধরা। আশা করছি বইটি আপনাকে শুধু শেখাবেই না, বরং আনন্দও দেবে। সবশেষে, আমি বিশ্বাস করি IELTS WRITING শিখতে ০৭ দিন লাগে এবং সেই বিশ্বাসের আলোকেই লিখতে শুরু করেছিলাম। কতটুকু সফল হলাম সেটা আপনারা বলতে পারবেন। আপনাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস: IELTS WRITING (CHAT WITH HASAN SIR)