প্রি-অর্ডারের এই পণ্যটি 12 Jan 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
জীবন যেন এক বিরহমাখা সুরের বাঁশি, যার প্রতিটি সুরে মিশে আছে অনুভূতির অনন্ত রং। এ পথ চলা কখনো রোদ্দুরে উজ্জ্বল, কখনো মেঘে ঢাকা বিষণ্ন। চলার পথে মেলে পরিচিত হাসি, গভীর চোখের অভিমান, আর মায়াবী বিকেলের আলোর গন্ধ। বন্ধুদের অকৃত্রিম আড্ডা, চায়ের কাপে জীবনের গল্প, পরিচিত গলির সরল টান- সব যেন মনের ক্যানভাসে তুলির টানে আঁকা একেকটা ছবি। এ জীবনের প্রতিটি মুহূর্তই শব্দ হয়ে মেলে ধরে নিজস্ব ভাষা, হৃদয়ের গভীরে লিখে যায় কাব্যের নতুন অধ্যায়।
তেমনি এক স্বপ্নাতুর একাকী পথিক, নাম তার 'নিয়াজ মাহমুদ'। যার হৃদয় ছুঁয়ে যায় গভীরতা, আর মন মাতাল করে স্বপ্নের রঙিন মায়া। কখনো সে লিখে, "সে আজ অনুভূতির কুয়াশা মেখে / সমস্ত ভোর একবারে বিলিয়ে দেবে / বিষন্নতার মোহে হবে অন্বেষণের যাত্রী।" আবার কখনো প্রিয়তমাকে স্পষ্ট ভাষায় জানায়, "তুমি যতদূরেই থাকো না কেন, / আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন / ছুটে যাবে তোমার দৃষ্টির গভীরে, / আকাঙ্ক্ষার নরম মেঘে মিশে / ছুঁয়ে আসবে প্রতিটি অনুভব।"
যখন প্রতারণার ছায়া এসে তার স্বপ্ন ছিনিয়ে নিতে চায়, পথিক তীব্র প্রশ্ন ছুঁড়ে দেয় আকাশের পানে, "কতটা শূন্যতার জ্বালায় / মন আর শরীর মিলে হয় এক মৃত সত্তা? / কতটা যন্ত্রণা পাড়ি দিয়ে / মানুষ খুঁজে পায় মুক্তির সুর?"
পথ চলতে চলতে যখন গোধূলির আলো ম্লান হয়ে যায়, আর অন্ধকারের নিস্তব্ধতা গ্রাস করতে চায় তার সমস্ত অস্তিত্ব, তখন সে জেগে ওঠে এক বোধের দাবিতে। পথিক ঘোষণা করে, "চলে যাবো আমি সমস্ত ক্লান্তি / আর বিষাদের ভার রেখে। / নিয়ে যাবো সাথে শুধু ভাঙা স্বপ্নের টুকরো, / নিঃসঙ্গতার সুরে বাঁধা কিছু গান, / আর বেদনাবিধুর এক প্রেমের শেষ আর্তনাদ।"
এমনি অসাধারণ ৫০ টি কবিতার সমন্বয়ে নিয়াজ মাহমুদের প্রথম প্রয়াস "কোনো এক বিকেলে "।