ফ্ল্যাপে লিখা কথা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় এবং বীরত্বপূর্ণ অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ, আর মহত্তম অর্জন হলো গণমানুষের অংশগ্রহণের সেই যুদ্ধে বিজয় অর্জন। ঐতিহাসিক একাত্তর হঠাৎ একদিনে অগ্নিক্ষরা রক্তঝরা চরিত্র লাভ করেনি। ওই একাত্তরের পেছনে আছে উত্তাল সত্তুর, বাঁধন ছেঁড়া ঊনসত্তুর, তরঙ্গমুকর ছেষট্রি বাষট্রি , তারও পেছনে আছে বায়ান্নোর রক্তভেজা পথ; এমনই আরো কত লড়াই-সংগ্রামে উদ্দীপ্ত দিন। এ দীর্ঘ সময় পেরিয়ে তবেই আসে একাত্তর এবং গণসম্পৃক্ত হয়ে ওঠে মহান মুক্তিযুদ্ধ। তাই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল রণক্ষেত্রের হতাহত বা ক্ষয়ক্ষতির খতিয়ানমাত্র নয়, বরং তা হয়ে উঠেছে এই ভূখন্ডের জনগনের বহু বছরের আশা -আকাঙ্খা, শোষণ -বঞ্চনা ,ক্ষোভ এবং দ্রোহের সমন্বয়ে গড়ে ওঠা অসামান্য জীবনালেখ্য।
সূচি * কিশোরগঞ্জ সদর উপজেলা * কিশোরগঞ্জের কথা * বাঙালির বিকাশধারা * ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ দাবানল * কৃষক বিদ্রোহে কিশোরগঞ্জ * নীল বিদ্রোহে কিশোরগঞ্জ * অগ্নিযুগে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও আইন অসান্য আন্দোলন * আইন অমান্য আন্দোলন ও মীরাট ষড়যন্ত্র মামলা * দাদনগ্রস্ত কৃষকের দুর্দশা ও জাঙ্গালিয়ার বিদ্রোহ * তেভাগা আন্দোলন ও কিশোরগঞ্জ বাস্ববতা * কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের অগ্নিসংযোগ * তেতাল্লিশের দুর্ভিক্ষ ,মানবিকতার পরাজয়, কিশোরগঞ্জের বাস্তবতা * কৃষকের ঐক্য,লাল ঝাণ্ডা ও ব্রিটিশের বিদায় ঘন্টা * পাকিস্তান প্রতিষ্ঠা, বাঙালির যুগ যন্ত্রনা * কিশোরগঞ্জে ভাষা আন্দোলন, রুখে দাঁড়ানোর প্রস্তুতি * কিশোরগঞ্জ সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে একুশে উদযাপন * প্রধানমন্ত্রী নূরুল আমীনকে কালো পতাকা প্রদর্শন * কিশোরগঞ্জে প্রথম একুশের প্রভাতফেরী ও শহীদ মিনার নির্মাণ * ৬২’এর শিক্ষা আন্দোলন ; কিশোরগঞ্জেও ঝড়ো বাতাস * শিক্ষামন্ত্রী ফজলুল কাদের চৌধুরীকে কালো পতাকা প্রদর্শন * ‘৬৫ সালের পাক ভারত যুদ্ধে অরক্ষিত পূর্ব পাকিস্তান * ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও বাঙালির জেগে ওঠার প্রস্তুতি * কিশোরগঞ্জে বঙ্গবন্ধু * পাকুন্দিয়া উপজেলা * কটিয়াদি উপজেলা * বাজিতপুর উপজেলা * করিমগঞ্জ উপজেলা * নিকলী উপজেলা * কুলিয়ারচর উপজেলা * ভৈরব উপজেলা * হোসেনপুর উপজেলা * ইটনা উপজেলা * অষ্টগ্রাম উপজেলা * মিটামইন উপজেলা * তাড়াইল উপজেলা * রণাঙ্গনে কিশোরগঞ্জ