সমস্ত প্রশংসা সেই মহান আলাহ তায়ালার, যিনি দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে The News Reminder বইটি New Edition প্রকাশের তৌফিক দিয়েছেন। বইটি এর আগে মাসিক সংখ্যা আকারে বের হলেও এখন ষান্মাসিক সংখ্যা বের হচ্ছে। যেখানে গত ছয় মাসের Newspaper Editorial-এর আলোকে Grammar, Vocabulary এবং Translation প্রাকটিস ব্যাখ্যাসহ আলোকপাত করা হয়েছে।
বইটিতে Daily Star Editorial, BBC, CNN, Al-Jazeera, Sky News, The Guardian-সহ একাধিক দেশি-বিদেশি পত্রিকার Editorial ব্যাখ্যাসহ Translation করা হয়েছে।
Newspaper Editorial সাধারণত বড় বড় বাক্যে লেখা হয়। তাই অনেকেরই তা অনুধাবন করতে কষ্ট হয়। আর সে জন্য বড় বড় Sentence কীভাবে ভেঙে অনুবাদ করতে হয় তার দুর্দান্ত সব টিপস এ্যান্ড ট্রিকস এখানে সুনিপুনভাবে ব্যাখ্যা করা হয়েছে।
সুতরাং আশা করি বইটি চাকুরী প্রত্যাশী সকল শিক্ষার্থীদের Translation ভীতি দূর করতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে, ইনশাআলাহ।
সর্বোচ্চ আন্তরিক সচেষ্ট থাকা সত্তে¡ও বইটিতে কম্পিউটার কম্পোজ ও মুদ্রণজনিত কিছু ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্করণে অবশ্যই সংশোধনের চেষ্টা করব, ইনশাআলাহ।
Basic Vocabulary বইটির লেখক Wasik Billah Asif গত ২০২০ সালে কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স শেষ করেন। তিনি অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং SSC, HSC তে GPA-5 পেয়ে সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক লেভেল পাশ করেন। এছাড়াও, তিনি IELTS পরীক্ষায়-7.5 Band Score নিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। তিনি অনলাইনে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের English শিখাচ্ছেন এবং তার অনলাইন প্লাটফর্ম- Class Hour ফেসবুক পেইজে এখন ২ লক্ষাধিক সদস্য ফ্রী ক্লাস করার সুবিধা পাচ্ছেন। তিনি মূলত বাংলাদেশী শিক্ষার্থীদের ইংলিশ ভীতি দূর করা নিয়ে কাজ করছেন।