আসসালামু আলাইকুম, নমস্কার- সকল প্রসংশা মহান সৃষ্টিকর্তার নামে যিনি আলো দিল, বায়ু দিল, রিজিক দিল, সুস্থ জীবন দিল জীবনে সুখ-শান্তির সাথি করতে ফুলের মত সঙ্গী দিল। সঙ্গী যদি সার্থহীন ভাবে অন্তরের অন্তস্থলের ভালোবাসা উজার করে দেয়, তবে জীবন ফুলের সুবাসে সুবাসিত হয় জগৎ সংসার। জীবনে চলার পথে আমাদের সাথীদের সাথে নানা জটিলতা তথা মান-অভিমানের সূচনা হয়, সেই অভিমান সত্যিকার সঙ্গীরা ভাঙ্গাতে পারে, কেউ বা আবার চাওয়া পাওয়ার কোন্দলে ভাঙ্গাতে পারেনা। লোভী/অহংকারী সঙ্গীর অভিমান সেই মান-অভিমানের গল্পগুলো ছন্দ আকারে কবিতায় রুপ দিয়ে কবিগণ এক অবিশ্বাস্য শৈল্পিক সমন্বয় ঘটিয়েছেন। অভিমানী শব্দমালা কাব্যগ্রন্থে প্রেমে পরার অনুভূতি প্রিয়জনের সৌন্দর্য, প্রিয়জনের মায়া, ব্যার্থ ভালোবাসা, প্রেমিক হারা প্রেমিকার হাহাকার, পূর্নতার জয়গান, না পাওয়ার আক্ষেপ, পেয়ে হারানোর বেদনা, প্রেমহীন অনুভূতি, অভিমানের দেয়ালে ফাটল ধরে ভূমিধসে এমন সব কাল্পনিক অস্তিত্বগুলো কবিতায় রূপায়ন করে কবিগণ তাদের সৃজনশীল ও প্রেম-বিচ্ছেদের অনুভূতির জানান দেন। বইটি সম্পাদনাকালে লেখকদের অভিমানী কবিতাগুলো আমার পিপাসামুক্ত মনকে তৃষ্ণার্ত করেছে এবং গ্লাস ভর্তি জলপানের সাথে-সাথেই ভেঙে গেল জীবনের সমস্ত অভিমান। আশাকরি, বইটি পাঠ করে পাঠকগণ ভালবাসার পরিতৃপ্তি এবং বিচ্ছেদের যন্ত্রনা এবং পরিসমাপ্তি সম্পর্কে জানতে পারবে এবং তাদের হৃদয়ে বইটি স্থান করে নিবে। বইটির সফলতা কামনার মধ্যে দিয়ে সমাপ্ত ঘোষণা করছি