প্রি-অর্ডারের এই পণ্যটি 01 Feb 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় সব অফার!
যে মানুষের হৃদয় পাখির আর্তনাদ শুনতে পায়, বনাঞ্চল উজাড়ে বৃ¶দের সাথে কেঁদে ওঠে যে, মৃতদেহের আত্মার গভীরে গিয়ে দেখতে পায় প্রেম-ভালোবাসাহীন নিঃসঙ্গতা, যে হৃদয় কেঁদে ওঠে যুদ্ধ ও দুর্ভিক্ষে মানবতার বিপর্যয়ে বা রাজনীতির কূটকৌশলে বিভক্তি আনে মানবে মানবে, কীভাবে সীমানার আধিপত্য মানুষকে চিরকাল শেকড়ছাড়া করে! সাম্রাজ্যবাদীদের মারণাস্ত্র তৈরীতে অহম ও প্রতিযোগিতায় যে হৃদয় কেঁপে ওঠে- সে হৃদয় কবির হৃদয়।
যে মানুষের হৃদয় সবুজকে কাছে টানে, সাগরের ঢেউ আলোড়িত করে, নদীর বয়ে যাওয়া স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে পারে দূর বহুদূরে, জ্যোৎস্নায় স্নান করে- মায়াবী প্রেম ও প্রণয়ে, মেঘের ভেলায় ভেসে আর্দ্র হয় জীবনবেলায়, রৌদতাপে তাপিত হয় প্রণয়ের চিরকাঙ্ক্ষায়, আঁধারকে মিতালি করে ডেকে আনে আলোর সকাল- সে হৃদয় কবিরই হৃদয়!
কবি সেঁজুতি রহমানের কবিতায় দেখা যায় এ সব কিছুর অনুভবের যত নির্যাস। কবির সে অনুভবগুলো ভীষণ গাঢ় ও গভীরের। তবে তিনি অনুভবের আবেগকে সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করতে জানেন। যেনো এক অভিজ্ঞ সুর সাধক, তাল ও লয়ের দক্ষতায় শুদ্ধ কারিগর। তাঁর কবিতার গতিশীলতা বা তরঙ্গিত ছন্দের কোনো ছেদ ঘটে না। কবিতা জুড়ে চিত্রময়তার মেটাফরে পাঠক পায় কবিতার বহুমূখী নির্মল আস্বাদ।
আরও বলতে হয়, কবি সেঁজুতি রহমানের মর্মে প্রকৃতিবোধ প্রখর হলেও জীবনবোধ, মানবিকতাবোধ ও দেশপ্রেমের প্রতি দায়বদ্ধতাও সমানে সমান। কবিতার নেশায় আবিষ্ট সেঁজুতি রহমান সময়কে ধারণ করে আধুনিক কবিতার শৈলী রচনা করে যাচ্ছেন ভীষণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে। কবির জন্য শুভেচ্ছা ও শুভকামনা সব সময়।