কবি, কথাসাহিত্যিক ও পর্যটক ক্যাপ্টেন (অব.) ডাঃ রাহেলা খুরশীদ জাহান (মঞ্জু), যিনি বহু দিন যাবৎ বাংলা সাহিত্যচর্চা করছেন। ইতিমধ্যে তাঁর বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে বেশ কিছু কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গল্প ও ভ্রমণ গদ্য রয়েছে। সাহিত্যের প্রায় সব বিভাগে তাঁর নিরলস পদচারণা একজন লেখক হিসাবে বাংলা সাহিত্যের আকাশে তিনি সমুজ্জ্বল নক্ষত্র বটে।
বিশেষ করে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু দেশে একাধিকবার ভ্রমণের বিরল দৃষ্টান্ত তাঁর ঝুলিতে আছে। ফলে তিনি বিশ্বের বিখ্যাত স্থানগুলো নিজের চোখে দেখে তাঁর বিস্তারিত লিখে ভ্রমণ পিপাসুদের জন্য একটি গাইড হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। যারা বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত, তারাও ঘরে বসে বিশে^র বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তি ও স্থানসমূহের নির্ভুল সচিত্র তথ্য “ইউরোপের নানা দেশে” বইটিতে পাবেন। যেহেতু ইউরোপের বিভিন্ন দেশের সমৃদ্ধ ঐতিহ্য, প্রাচীন পুরাকৃর্তি, দর্শনীয় স্থানগুলো ইতিহাসের ও গবেষণার বিষয়বস্তু হিসেবে বিশ^ স্বীকৃত। সুতরাং লেখক অনেক পরিশ্রম করে তাঁর ভ্রমণের অভিজ্ঞতাগুলো, ঐতিহাসিক পটভূমি, ভ্রমণের সময় ঘটে যাওয়া নানাবিধ সত্য ঘটনা এবং নান্দনিক ও কাব্যিক উপস্থাপন পাঠকদের জ্ঞান আহরণে আনন্দ ও উৎসাহ জোগাবে বলে আমার বিশ্বাস।
পরিশেষে ভ্রমণকাহিনি ইউরোপের নানা দেশে বইটির সবগুলো দেশের বর্ণনা পাঠকগণ বিশদভাবে জানার সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। এছাড়াও বইটি পাঠকের মনের খোরাকের সীমাহীন তৃষ্ণা মেটাতে ও পাঠকপ্রিয়তায় উত্তীর্ণ হবে। সকল পাঠক ও লেখকের জন্য নিরন্তর শুভকামনা। কবি আবুল খায়ের।