রোমান্টিক ও প্রকৃতির কবি রওশন আক্তার সুরমা। লেখালেখি করেন সুরমা আক্তার নামে। শৈশব থেকেই গল্প-কবিতা-গান তার জীবনের অনুষঙ্গ। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পারিবারিক পরিবেশ তাকে অনুপ্রাণিত করেছে সাহিত্য-সাংস্কৃতিক পরিমন্ডলে অনুপ্রবেশে। সুরমা আক্তার লেখা পড়া করেছেন ঢাকাতেই।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ-এ পড়াশোনা শেষ করেন। গল্প-প্রবন্ধ-কবিতা লেখালেখিই তার মনের প্রশান্তি এছাড়াও আবৃত্তি করেন। ২০২৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত “মন তুই পরিযায়ী” সুরমা আক্তারের প্রথম কাব্যগ্রন্থ ।