'ব্রহ্মপুত্রের কবি' শিহাব শাহরিয়ার বাংলা কবিতার একজন অপরিহার্য কবি। কবিতা নিয়ে তাঁর যে নিষ্ঠা এবং মনযোগ তা অসাধারণ। আশির দশকে লিখতে আসা শিহাব শাহরিয়ার অত্যন্ত আধুনিক কবি। যেমন বিষয় বৈচিত্র্য, তেমনি আঙ্গিক, ছন্দ, উপমার কারুকাজে তাঁর কবিতা হয়ে ওঠে নান্দনিক ও পাঠকগ্রাহী। একদিকে প্রথম জীবনের নদীগন্ধা এবং বর্তমানের নাগরিক জীবন যন্ত্রণা ফুটিয়ে তোলার ক্ষেত্রে এক অসম্ভব সুন্দর কারিগর তিনি। প্রথম থেকেই তিনি সৃজনশীল এবং ক্রমাগত বিবর্তনবাদী। তাঁর কবিতা পয়েটি। চিত্রকল্পময়। সরল। একরৈখিক। কোনোরকম ঘোরপ্যাঁচ বা রূপকের মারপ্যাঁচে তিনি পাঠককে সহজে বিভ্রান্ত করতে চান না। বরং তাঁর কবিতায় রয়েছে সহজ-স্বস্তি। রয়েছে আপনার বা আমার দেখা চারিপাশ। যেসব বেশ সুরম্য ভঙ্গিতে ফ্রিজশট হয়ে আছে। ফলে আপনি অনায়াসেই পেয়ে যাবেন ই-নেট, ফেসবুক, চ্যাটিং, ফ্রেণ্ডলিস্ট, নিয়ন, চুম্বন, সাইরেন, শার্ট, নারী শরীরসহ যাবতীয়। শিহাব যেন খেলাচ্ছলেই প্রাত্যহিকতাকে জড়ো করেন। করতে ভালবাসেন। যেন বা কোনো নিপুণ শিকারি তার হারপুনে শিকার করে চলেন শব্দমীনদের। কবিতায় শিহাবের বাহাদুরিটা হলো, স্পষ্টতার সঙ্গে সৌন্দর্য সৃষ্টির রসদও তিনি হাজির করতে পারেন। রাজনীতি, স্মৃতিকাতরতা, প্রেম, দ্বিধা ইত্যাদি তাঁর কবিতার প্রধান বিষয়। প্রতিটি গ্রন্থে এইসব বিষয়ে নানাভাবে তিনি যোগ করতে চেয়েছেন নিজস্ব অর্থ ও সৌন্দর্য। নিজস্ব স্টাইল দাঁড় করিয়ে তিনি যেভাবে কবিতায় হাঁটছেন, সেই চলা থামানো যাবে না, কবিতার কলম নিয়ে তিনি যাবেন অনেক দূর।
জন্ম ১৯৬৫ সালে শেরপুর জেলায়। পড়াশোনা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেছেন। লেখালেখির শুরু ১৯৮০ সালে। গল্প দিয়েই লেখা শুরু হয়েছিল। এরপরে কবিতা ও গবেষণায় অধিক মনোযোগী হন। এ যাবত প্রকাশিত হয়েছে তাঁর ১০টি গ্রন্থ। গ্রন্থসমূহ : কবিতা : হাওয়ায় রাত ভাসে ভাসে নিদ্রা, ফড়িঙের পাখা পোড়ে, নদীর তলপেট ফোঁড়ে উড়ে যায় রোদ, খোলা দীর্ঘশ্বাস, আমি দেখি অন্য আকাশ : নির্বাচিত কবিতা, যখন ভাঙে নক্ষত্র। প্রবন্ধ : নরোম রোদের আলোয়। গবেষণা : বাংলাদেশের পুতুল নাচ, বাংলাদেশের হাজং জনগোষ্ঠী। সম্পাদক : লোকনন্দন বিষয়ক পত্রিকা ‘বৈঠা’। জ্যোৎস্না, বৃষ্টি ও গ্রাম বিষয়ক ‘বৈঠা’র আলোচিত সংখ্যা।