বছরের পর বছর নিজেদের ভেতরে জমে থাকা ভুল উচ্চারণগুলো ঠিক করি এবং পরবর্তী প্রজন্মকে শুদ্ধ ও সুন্দর ইংরেজি উচ্চারণ শেখানোর পথ-প্রদর্শক হই...
দীর্ঘ শিক্ষকতা জীবনে ছাত্র-ছাত্রীদের পাঠদান করতে গিয়ে লক্ষ করেছি, তাদের বেশিরভাগই সাধারণ উচ্চারণে ভুল করে। এ সমস্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে বুঝতে পেরেছি, আমরা বাংলা ভাষাভাষীরা প্রায়শই বাংলার মতো করে ইংরেজি উচ্চারণ শেখার চেষ্টা করি। ফলে, প্রাথমিক পর্যায়েই ভুল উচ্চারণ গড়ে ওঠে।
বাংলা ভাষার বর্ণমালা ৫০টি, এবং প্রতিটির উচ্চারণ ভিন্ন। অন্যদিকে, ইংরেজি ভাষার ২৬টি বর্ণ থাকলেও একটি বর্ণের উচ্চারণ একাধিক রকম হতে পারে। যেমন, ইংরেজি বর্ণ অ-এর ধ্বনি অ্যা, অ, আ বা এই হতে পারে। আমাদের শিক্ষার্থীদের ভুল উচ্চারণ শেখা শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে এবং তা ধাপে ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে যায়। এ অবস্থার চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীরা বাবা-মা হয়ে গেলে তারাও পরবর্তী প্রজন্মের মধ্যে একই ভুল উচ্চারণের চর্চা চালিয়ে যান।
এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি, এই বইটি পাঠের মাধ্যমে উচ্চারণ জনিত সমস্যা দূর হবে। বইটি বাবা-মা পড়বেন তাদের সন্তানদের সঠিক উচ্চারণ শেখানোর জন্য, শিক্ষকরা পড়বেন শিক্ষার্থীদের সহায়তা করার জন্য, এবং শিক্ষার্থীরা পড়বেন নিজে শেখার জন্য।