প্রি-অর্ডারের এই পণ্যটি 06 Feb 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় সব অফার!
যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।
কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।
“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।
এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজকে। তাঁর কবিতা কবি মনসুর আহমেদের সৃষ্টির প্রেরণা। তাঁর প্রতিটি শব্দ যেন উষ্ণ আলিঙ্গনের মতো কবি মনসুর আহমেদের কবিতার ভাঁজে ভাঁজে রয়ে গেছে। তাঁর সেই বিদ্রোহী চেতনা ও সূক্ষ্ম প্রেমের ছোঁয়া “বুকপকেটে ভালোবাসা”য় নতুন মাত্রা যোগ করেছে।
পাঠকের কাছে একান্ত নিবেদন—
এই বইটি শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। প্রতিটি কবিতার ভেতর নিজেকে খুঁজুন। আপনার হারানো স্মৃতি, আপনার না বলা কথা, আপনার গভীরতম অনুভূতি—সবকিছুই এখানে প্রতিধ্বনিত হবে।
এই কাব্যগ্রন্থের যাত্রা হোক আপনাদের হৃদয়ের অন্তর্গত আঙ্গিনায়। আপনার বুকপকেটে ভালোবাসার ছোট্ট একটি চিঠি রেখে দেওয়ার দায়িত্ব কবির। ভালোবাসা ও দ্রোহের এই সমান্তরাল পথচলায় চলুন—একসঙ্গে হাঁটি।
মনসুর আহমেদ যার চরণ-মননজুড়ে শুধুই সাহিত্য। তিনি একজন মুক্তমনা প্রগতিশীল কবি, গল্পকার, শিশুসাহিত্যিক, প্রকাশক, সম্পাদক, গণমাধ্যমকর্মী ও সাহিত্য সংগঠক। জন্ম ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উপজেলা চুনারুঘাটের রানীরকোট গ্রামের সরকার বাড়িতে। পিতা- মুহাম্মদ আব্দুল মোনেম। মাতা- জায়েদা বেগম। দু'জনেই সরকারি চাকুরি থেকে অবসরপ্রাপ্ত। পিতার সাংগঠনিক কর্মকাণ্ড ও চুনারুঘাটের সাংস্কৃতিক তীর্থস্থান খ্যাত রাজার বাজারের সাংস্কৃতিক কর্মকাণ্ড তাকে সাহিত্য চর্চায় উদ্ধুদ্ধ করে। ছোটবেলা থেকেই মনসুর আহমেদ জড়িয়ে পড়েন সাহিত্য ও ক্রীড়া অঙ্গনের সাথে। নিয়মিত লিখছেন জাতীয় দৈনিক, মাসিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে। তার কর্মজীবনের সূচনা উদ্যােক্তা হিসেবে। মেধা মনন দিয়ে গড়ে তুলেছেন ফ্যাশন হাউস 'উনিশ কুড়ি বুটিকস' ও ‘শব্দকথা প্রকাশন’। নিয়মিত সম্পাদনা করে যাচ্ছেন ত্রৈমাসিক শব্দকথা। প্রকাশিত গ্রন্থ সমূহ:- ১. ফিরে এসো (কাব্যগ্রন্থ-২০০৭) ২. মুখোশ (কাব্যগ্রন্থ-২০২০) ৩. একাত্তরের গল্প (সম্পাদনা-২০২২) ৪. বঙ্গবন্ধু ও বাংলাদেশ (সম্পাদনা-২০২৩) ৫. মুক্তিপত্র (সম্পাদনা-২০২৩) ৬. ভূতের বাড়ি যাচ্ছে পরী (শিশুতোষ-২০২৪) ৭. বুক পকেটে ভালোবাসা (কাব্যগ্রন্থ- ২০২৫)