তৃতীয় নয়নে অর্থনীতি' লেখক হিসেবে আমার প্রথম প্রচেষ্টা। বইটির নাম তৃতীয় নয়নে অর্থনীতি' হলেও অর্থনীতি কিংবা অর্থনীতিশাস্ত্রের মতো জটিল এবং দূর্বোধ্য বিষয় নিয়ে কোনো গুরুগম্ভীর আলোচনার বই নয় এটি। সেই দুঃসাহস ও আমার নেই। অর্থনীতি নিয়ে বিভিন্ন আলোপ আলোচনায়, সেমিনার, টক শো, বিভিন্ন গবেষণা এবং রিপোর্টে আমরা প্রায়ই আমাদের অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতির অনেক আলোচনা শুনে থাকি। কিন্তু সেই উন্নয়ন আসলে যথার্থ কিনা সেটি নিয়ে আলোচনার যথেষ্ঠ অবকাশ রয়েছে। তাছাড়া উন্নয়নের সুফল যদি সাধারণ জনগণ ভোগ করতে না পারে, তাহলে সেই উন্নয়ন আসলে কতটুকু উন্নয়ন সেই বিতর্ক তো আর আছেই। আমার লেখাগুলো সেই উপলব্ধি থেকেই লেখা। বইটির নাম তাই 'তৃতীয় নয়নে অর্থনীতি। বইটি পড়লেই পাঠকেরা বিষয়টি বুঝতে পারবেন।
বইটির প্রকাশক আফসার ব্রাদার্স অতি যত্নের সাথে সল্পতম সময়ের মধ্যে প্রকাশনার কাজ সম্পন্ন করেছেন। প্রতিষ্ঠানটির কাছে আমি বিশেষভাবে খণী।
আমার স্ত্রী ফেরদৌস জেরিন সুলতানা, দুই সন্তান চৌধুরী আইয়াদ আকবর এবং চৌধুরী আবিয়াজ আকবর বইটির কাজ শেষ হওয়ায় নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কারণ এই ধরনের বই লিখতে গিয়ে তাঁদেরকে সময় দেয়া কঠিন হয়ে পড়ে। তবু তাঁরা হাসি মুখে সব মেনে নিয়েছেন। তাঁদের মুখের হাসি চির অম্লান থাকুক, এই দোয়া করি সবসময়।
আমার চাচা চৌধুরী মামুন আকবর, মামা সালেহ আহমেদ খসরু, ভাই খালেদ আকবর চৌধুরী, ফুফাতো বোন মির্জা ফারহানা সিরাজ মিলি এবং বন্ধু মো: আশফাকুর রহমান শাহান আমাকে সবসময় লেখালেখির ব্যাপারে প্রেরণা দিয়ে এসেছেন। তাঁদের প্রতি রইলো কৃতজ্ঞতা।