“আল্লাহর দৃষ্টিতে কে ঈমানদার কে মুশরিক?" বইটির ভূমিকা থেকে নেয়াঃ আমরা মনে করি যারা ঈমানদার তারা কোনােভাবেই মুশরিক নয়। কিন্তু আল্লাহর কুরআন বলে-অধিকাংশ লােকই এমনভাবে ঈমান আনে যে, একদিকে তারা ঈমান আনে অন্যদিকে তারা মুশরিকও। এটা আল্লাহ কেন বললেন এবং এই ধরনের মুশরিক কারা, তা-ই এ ছােট্ট বইয়ে দেখানাের চেষ্টা করা হয়েছে। আর চেষ্টা করা হয়েছে এটা বুঝানাের জন্য যে, যারা কমিউনিস্ট তারা মুসলমানও নয়, হিন্দুও নয়, তারা হুদী বা খ্রিস্টানও নয়, তারা এক ভিন্ন জাতি, যে জাতির আকীদা-বিশ্বাসের সঙ্গে অন্যকোনাে জাতির আকীদা-বিশ্বাসের কোনাে মিল নেই। কমিউনিস্টরা বড় ধুরন্ধর মুনাফিক। এদের সঙ্গে ছেলে-মেয়ে বিয়ে দেয়া মুসলমানদের জন্য হারাম। এরা মরে গেলে মুসলমানী কায়দায় এদের। জানাযা পড়াও হারাম। যারা এদের জানাযা পড়বে তাদেরকে পুনরায় কালেমা রদ্দেকুফর পড়ে মুসলমান করে নিতে হবে। যেহেতু তাদের মুনাফেকী সম্পর্কে বাংলাদেশের মুসলমানগণ অস্পষ্ট ধারণা রাখেন, তাই তাদের সম্পর্কে হুঁশিয়ার করে দেয়া আমি আমার একটা ঈমানী দায়িত্ব মনে করি। তাই তাদের সম্পর্কেও এ ছােট্ট বইয়ে কিছু কথা বলা হয়েছে। আশা করি এতে দেশের মুসলিম ভাই-বােনেরা উপকৃত হবেন।