মুহাম্মদ ইউসুফ লুধিয়ানভি (১৯৩২ – ২০০০) ছিলেন একজন পাকিস্তানি সুন্নি মুসলিম পণ্ডিত, লেখক, মুহাদ্দিস, মজলিস-ই-আহরার-ই-ইসলামের নেতা, এবং আলমি মজলিস তাহাফ্ফুজ খতমে নবুওয়াতের সহসভাপতি। তিনি ভারতের পূর্ব পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন।
Very nice Very nice and good books thanks Rokomary
Read More
Was this review helpful to you?
By MD. SAMSUR RAHMAN NAYEM,
19 Dec 2022
Verified Purchase
২০১৯ সালে "আপনাদের প্রশ্নের জবাব ৩" ৩য় খণ্ড পড়ি, খুব ভালো লাগে কিন্তু বাকী খণ্ডগুলো আর পড়া হয়নি। ২০২২ সালে আপনাদের প্রশ্নের জবাব ১ম ও ২য় খণ্ড কিনি এবং পড়ি। বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কারন এটি জটিলতা বিহীন সহজসরল ভাবে উপস্থাপিত একটি মাসআলার বই। বইটিতে সর্বমোট ২১০৮টি প্রশ্নের জবাব প্রদান করা হয়েছে। দৈনন্দিন জীবনের প্রায় সকল মাসআলাই এখানে পাওয়া যাবে। বাংলাভাষায় ইউসুফ লুধিয়ানভির আর কোন বই পাইনি। আল্লাহ তাআলা তাঁর এই প্রায়াসকে কবুল করুন ও তাকে এর উত্তম প্রতিদান দিন।
ইউসুফ লুধিয়ানভি ১৯৩২ সালে ভারতের পূর্ব পাঞ্জাবের লুধিয়ানা জেলার ইসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ইউসুফ লুধিয়ানভি ১০০ টিরও বেশি বই লিখেছেন যেগুলি বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়েছে। আপকে মাসাইল আওর উনকা হল (হানাফি ফিকহ বিষয়ক বই) এবং ইখতিলাফে উম্মত ও সিরাত-ই-মুস্তাকীম (উম্মাহর দলসমূহ এবং সরল পথ) তার স্মরণীয় রচনাগুলির মধ্যে অন্যতম।
আল-বায়ায়িনাতের সম্পাদক হওয়ার পাশাপাশি তিনি আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়ত (আন্তর্জাতিক খতমে নবুয়ত রক্ষা পরিষদ) এবং ইকরা স্কুল চেনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি পাকিস্তানের অন্যতম বৃহত্তম মাদ্রাসা করাচিতে জামিয়া উলুমুল-ইসলামিয়ায় হাদীস পড়াতেন। তার ধর্মীয় জ্ঞান এবং দক্ষতার কারণে জামিয়া বিন্নুরিয়ার সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন্নুরী তাকে 'খতম-এ-নুবুওয়াত' (সাপ্তাহিক পত্রিকা) এবং 'আল-বাইয়াইনাত' (মাসিক পত্রিকা)-এর সম্পাদক নিযুক্ত করেছিলেন। ইন্তেকালের আগে ইউসুফ লুধিয়ানভি সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে চলমান সহিংসতা অবসানের লক্ষ্যে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ইসলামের সুন্নি সম্প্রদায়ের একজন সুপরিচিত আলেম ছিলেন এবং পুরো পাকিস্তানে তার সহস্রাধিক অনুসারী ছিলেন। ১৮ মে ২০০০ সালে জোহরের নামাজের পূর্বে অফিসে যাবার সময় নুমাইশ চৌরঙ্গীতে তাকে হত্যা করা হয়। শত শত সমর্থক তাঁর হত্যার প্রতিবাদ করতে করাচির রাস্তায় নেমে এসেছিল।