"ইসলামী বিপ্লব একটি পরিপূর্ণ নৈতিক বিপ্লব" বইটি সম্পর্কে কিছু কথা: ইতিহাসের পাতায় বহু বিপ্লবের কাহিনী লিপিবদ্ধ আছে। কিন্তু সে সব বিপ্লবের পটভূমি, বিপ্লবকালীন ঘটনাবলী এবং বিপ্লব-উত্তর পরিস্থিতির নিরপেক্ষ পর্যালােচনা ও পরীক্ষানিরীক্ষায় এ কথা সুস্পষ্ট হয় যে, সে সব বিপ্লব জীবনের সকল ক্ষেত্রে কল্যাণ সাধন করতে পারেনি। কোন কোন ক্ষেত্রে কিছুটা কলাণ সাধিত হলেও গণ-মানুষের হাহাকার আর্তনাদ বন্ধ করতে পারেনি। সমাজ সমস্যার মূলীভূত কারণ অনুসন্ধান করে। তা নির্মূল করার পরিবর্তে সমস্যার বাহ্যিক দিকের উপর অত্যধিক গুরুত্ব আরােপ করা হয়েছে। ফলে বাহ্যিক দিকের কিছুটা সাময়িক সমাধান হলেও নতুন নতুন বহু সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে। কোথাও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকদের নির্মূল করতে গিয়ে যে কর্মসূচী গ্রহন করা হয়েছে তাতে অগণিত নির্দোষ মানব সন্তানকে গণহত্যার শিকারে পরিণত হতে হয়েছে। সে বিপ্লব সমাজ সংস্কারের পরিবর্তে বিপ্লবীদের মনে হত্যা, লুণ্ঠন, অত্যাচার, নির্যাতন ও মানবীয় মৌলিক অধিকার হরণের অদম্য পিপাসা জাগ্রত করেছে। তাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিপ্লবের পর্যালােচনা করলে আমরা দেখতে পাই যে, মানবীয় কল্যাণের ক্ষেত্রে সে সব বিপ্লব কোন অবদান রাখতে সক্ষম হয়নি।