রবীন্দ্রনাথ বাঙালি জীবনে এক বিস্ময়। এত তাঁর রচনা, এত কাজে তাঁর ব্যস্ততা, জমিদারি থেকে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মতো গুরুদায়িত্ব কাঁধে, তার পরও জীবনের প্রায় চারটি দশক টানা এক মাস এক জায়গায় থেকেছেন ক্বচিৎ। নতুন জায়গার টানে আর ভালোবাসার ডাকে কেবল ছুটেছেন। যে কালে বাঙালি কিনা ঘর থেকে দু-পা ফেলে কোথাও যায় না, ঘরকুনো, ভেতো, ভীতু কুঁড়ে বলে দুর্নাম কুড়িয়েছে তখন রবীন্দ্রনাথ বাংলা ও ভারত ঢুঁড়ে, পূর্ব-পশ্চিমের চেনাজগৎ চষে অসুস্থ শরীরে ছুটেছিলেন দক্ষিণ আমেরিকার দুর্গম পাহাড়ি দেশ পেরুর পথে। ভাঙা শরীরকে চাঙা করতে আর্জেন্টিনায় যাত্রাবিরতি করেছিলেন। ভ্রমণ তাঁকে কাহিল করেনি, ভ্রমণের অনিশ্চয়তা বা ব্যস্ততা পারেনি সৃজনশীলতায় কি দায়িত্ব পালনে বাদ সাধতে। বরং সব দাবি মিটিয়ে ভ্রমণের অভিজ্ঞতাও লিখে গেছেন-বাংলা সাহিত্যের উপেক্ষিত এ ভান্ডারকে সমৃদ্ধ করে। সরস মনে সকৌতুকে জানিয়েছেন কী দেখলেন, কী বুঝলেন, কাদের সঙ্গে মিশলেন-সেসব কথা। বাংলা ভ্রমণসাহিত্যেও রবীন্দ্রনাথই হয়ে থাকলেন ধরাছোঁয়ার বাইরে। সবার চেয়ে এগিয়ে। প্রথম খণ্ডে আছে ১. য়ুরোপ-প্রবাসীর পত্র, ২. য়ুরোপ-যাত্রীর ডায়ারি, ৩. পশ্চিম-যাত্রীর ডায়ারি ও ৪. রাশিয়ার চিঠি।
জন্ম চট্টগ্রামে, ১৯৪৮ সনের ১৮ ডিসেম্বর। সাহিত্যের পরিবেশে বড় হয়েছেন। স্কুল ও কলেজ জীবন চট্টগ্রামে, বিশ্ববিদ্যালয় পর্ব ঢাকায়। কবিতা, প্রবন্ধ এবং কলাম লিখছেন নিয়মিত। এছাড়া তিনি কাজ করে যাচ্ছেন শিক্ষা নিয়ে। এ সূত্রে শিশুশিক্ষা নিয়েও প্রচুর লিখেছেন, এবং এখনও লিখছেন।। অনেকেরই জানা নেই ১৯৭৫ থেকে তিনি ও শীলা মমামেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে শিশু প্রতিষ্ঠান ফুলকি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ত্রিশের অধিক। তবে কবিতা তিনি কখনাে ছাড়েন নি। কবি শামসুর রাহমানের আশংকাকে আশীর্বাদে পরিণত করে আবুল মােমেনের কবিতাচর্চা এগিয়ে চলেছে। এটি আবুল মােমেনের সপ্তম কাব্যগ্রন্থ। শিশু কিশােরদের জন্যে লেখা ইতিহাস বই বাংলা ও বাঙালির কথার জন্যে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। আর ২০১৬ সনে প্রবন্ধের জন্যে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।।