বইটির শুরুর কথা: আমাকে অনেকেই প্রশ্ন করেছেন পবিত্র কোরআনে কোয়ান্টাম তত্ত্বের সম্পর্কে কোনাে তথ্য রয়েছে কি কিংবা ক্লোনিং সংক্রান্ত বিষয়ে পাঠ করবার সুযােগ আছে কিনা। আমি তাদেরকে কখনােই খুশি করতে পারিনি। একদিকে প্রশ্নকারীগণ ভাবেন, অত্যাধুনিক বিজ্ঞান-সূত্রের বিষয়ে কোরআনে উল্লেখ থাকলে কোরআনের সম্পর্কে কোনাে সন্দেহ থাকে না, ফলতঃ তারাও সহজেই দোদুল্যমানতা কাটিয়ে দৃঢ়বিশ্বাসী হতে পারেন। অন্যদিকে আমরা যারা অন্যদেরকে কোরআনের সত্যতা সম্পর্কে বিশ্বাস করাতে প্রয়াস নিয়ে থাকি তারা ভাবি, একটা ভাল তত্ত্বের সঙ্গে কোনাে আয়াতের মিল খুঁজে পেলেই ‘ইউরেকা! তারা আর আমরা সকলেই মূলতঃ একটা গুরুতর অন্যায়ের সঙ্গে নিজদেরকে জড়িত করি। সময়ের প্রবাহে যে বিজ্ঞান হারিয়ে যায় কিংবা যাবার ভয় থাকে, তেমনি একটি মাপনদণ্ড দিয়ে কোরআনের সঠিকতার মান পরখ করতে চেষ্টা করি। আমরা। ঈমানের প্রশ্নে আমরা মূলতঃ কতটা নিচের পর্যায়ে দাড়িয়ে রয়েছি এ গুরুতর জিজ্ঞাসাটি কখনােই আমাদের মনে উদিত হয় বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝে তারপর সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা হবে— এই চরিত্রটি ঈমানের মৌলিক শর্তগুলির বিপরীতে অবস্থান নেয়। ফলতঃ আমাদের মতাে ঈমানদারগণের অবস্থানটি কোনখানে তা আমরা নিজেরাও উপলব্ধি করতে সক্ষম নই। বিশ্বাসী হবার স্থলে ‘আমরা শুধু সন্দেহবাদীদের তালিকায় নাম লিপিবদ্ধ করি।। আল্লাহ্ বা কোরআনে শর্তহীন বিশ্বাস স্থাপন করার জরুরীতাকে প্রমাণ সাপেক্ষ শর্তের মধ্যে প্রবাহিত করার অনুকূলে অন্যায় অনুভব আমাদেরকে ঈমানহীন রূপে প্রতিপন্ন করে। ফলতঃ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ইহকালে, ক্ষতিগ্রস্ত হচ্ছি পরকালেও। কোনােরূপ যুক্তিতর্ক প্রমাণ ছাড়াই কোরআন সত্য— এর বিপরীতে অবস্থান নিয়ে আমরা সূর্যের আলােকে মােমের কিরণ দিয়ে খুঁজবার কসরৎ করছি! আমাদের মতাে হীন ঈমানসম্পন্ন দুর্ভাগ্যের বাহন আর কি হতে পারে? আমি দয়াময় আল্লাহপাকের নিকট এই পুস্তক রচনার জন্য ঈমানের প্রশ্নে যে দুর্বলতায় প্রদর্শিত ও প্রমাণিত হলাম, তার জন্য শর্তহীন ক্ষমা প্রার্থী। অবশ্য এখানে অন্য আর একটি অনুভবও কাজ করতে পারে। জ্ঞানের তৃপ্তি আনন্দদায়ক— সে অর্থে কোরআনের রত্নভাণ্ডার আমাদেরকে পুলকিত করতে পারে! সে আনন্দ যে দয়াময়ের ক্ষমা ও করুণায় সিক্ত হতে পারে, তা সহজ অনুমান হতেই বলা যায়। সে দৃষ্টিকোণ হতে এ পুস্তকটি পাঠ করবার জন্য শুকরিয়া থাকা চাই। আমি মহামহীম আল্লাহ্ রাব্বল আলামীনের করুণার জন্য বিনীত শির শােকর গুজার করছি। কৃজ্ঞতা মহান আল্লাহ রাব্দুল আলামীনের যিনি এই পুস্তকে বিস্ময়কর তত্ত্ব ও তথ্য সন্নিবেশিত করার সামর্থে আমার মতাে একজন হীনজনকে করুণা করেছেন। আমার কখনােই এমন বিদ্যাবুদ্ধি নেই যা দিয়ে এ পুস্তকের সামান্যও রচনা করা যায়। আমি কেবল তার করুণাই বিস্ময়ের বিস্তৃতিতে অবলােকন করছি মাত্র। আমরা যে সকল প্রশ্নের জবাব খুঁজি তার প্রায় সবটাই হলাে বাড়াবাড়ি। আমরা অবশ্যই জানি না যে প্রকৃতপক্ষে আমরা কোন কোন প্রশ্ন করার যােগ্যতা রাখি কিনা। Steven Weinberg এর ভাষায়— Just as dogs are not smart enough to understand Newtonian Mechanics, perhaps we're not smart enough to make progress beyond certain point. নির্বোধ কুকুর নিউটনিয়ান