ভূমিকা বর্তমান বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় , বন্যা, ভূমিকম্প প্রভৃতির ন্যায় প্রাকৃতিক দুর্যোগ অহরহ ঘটতে চলেছে।কিন্তু কেন এসব বিপদাপদ আসছে, তা আদৌ কেউ চিন্তা করছেনা, অথচ দেখা গেছে, এসব প্রাকৃতিক দূর্যোগের আগে মানুষের চারিত্রিক দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করেছে, ইতিপূর্বে কখনো এত লুটতরাজ, সন্ত্রাস ব্যাভিচার এবং জুলুম অত্যাচার হয়নি, মানবতা এখন ভূলুণ্ঠিত, দানবীয় চরিত্রের প্রকাশ ঘটেছে সর্বত্র, এর অবশ্যম্ভাবী পরিণতি এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, আজ সমগ্র বিশ্ব তাই অশান্ত, যান্ত্রিক সভ্যতার কারণে বৈজ্ঞানিক উন্নতির ফলশ্রুতিতে আধুনিক বিশ্ব অনেক উন্নতি করছে সন্দেহ নাই, কিন্তু এর পাশাপাশি একথাও সত্য ,আধুনিক এবং বৈজ্ঞানিক উপায়ে অনেক মানবতা বিরোধী কর্মকাণ্ড চলছে অহরহ, তারই অনিবার্য পরিণতি স্বরূপ আজ বিভিন্ন বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। হযরত রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এ সম্পর্খে সমগ্র মানব জাতিকে পূর্বেই সতর্ক করে গেছেন, প্রাকৃতিক দূর্যোগের ন্যায় কেয়ামতের আরো অনেক নিদর্শন প্রকাশ পাবে, পৃথিবী দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, মুসলিম জাতি মজলুম হবে, অতঃপর মজলুম মুসলমানদের সাহায্যার্থে আগমন করবেন ইমাম মাহদী (আঃ)। তাঁর আগমনের পূর্বে ও পরে পৃথিবীতে কি ঘটবে , তা আমাদের জানা দরকার। তাই পেশ করছি ইমাম মাহদী (আঃ) এর পূর্বে ও পরে। হে আল্লাহ! কবুল কর। আমীন