"হযরত খাদীজা (রা.) "বইটির প্রথমের কিছু অংশ: তৎকালীন আরব হযরত ঈসা (আঃ) দুনিয়া পরিত্যাগ করিয়াছেন পাঁচশত বৎসরাধিককাল পূর্বে। তাঁহার ধর্মমতকে দুনিয়ার বহু লােকই গ্রহণ করিয়াছিল। অধর্ম ও অনাচারগুলি পরিহার করতঃ মানুষ আল্লাহ তায়ালার সত্য সঠিক পথ অবলম্বন করিয়াছিল, কিন্তু একদল লোেক হযরত ঈসার (আঃ) ধর্মমতের অনুরাগী হইয়াও তাঁহার জীবনকালেই আবার বিপথগামী হইয়াছিল। তাঁহার অবর্তমানে সেই পথভ্রষ্টদিগের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাইতে লাগিল। . ক্রমে শেষ পর্যন্ত হযরত ঈসার (আঃ) অধিকাংশ অনুসারী খ্রীষ্টানগণই অন্যায় ও অরাজকতার গভীর আবর্তে নিপতিত হইল। ধর্মজাযক পাদ্রীরা বহু চেষ্টা করিল, কিন্তু তাদের নবীর ধর্মমত তারা সুপ্রতিষ্ঠিত রাখিতে সক্ষম হইল না। খ্রীষ্টধর্মের ভিতরে আধ্যাত্মিক শক্তির কোন অস্তিত্বই রহিল না। বাহ্যিকভাবে ধর্মীয় বিধি কেহ কেহ কিছু মানিলেও তাহারা ধর্মের নামে যে সব আচরণ আরম্ভ করিল তাহা প্রকৃতপক্ষে খ্রীষ্টধর্মের বিধান ছিল না। এইভাবে ক্রমে লােকগণ ধর্মচ্যুত হইয়া পড়িতে লাগিল ও গর্হিত কার্য সকল আবার আরম্ভ করিল। যাহারা খ্রীষ্টধর্ম গ্রহণ করে নাই, তাহারা তাে পাপাচারী ছিলই ; অগ্নি, পুতুল ও নানা দেব-দেবীর উপাসকও ছিল তাহারা। তাছাড়া একদল লােক ছিল মুখে মুখে বলিত যে, তাহারা হযরত মূসার