ভূমিকা পৃথিবীর মানব জাতির ইতিহসে পয়গাম্বরগণের স্থান সকলের ঊর্দ্ধে। তাঁহারা যুগে যুগে মানব জাতিকে আল্লাহ্র পথে আহ্বান করিবার কাজেই ব্যাপৃত ছিলেন। তাঁহারা সেই কাজ করিতে যাইয়া যে সকল অবস্থার সম্মুখীন হইয়াছেন, ভ্রান্ত ও অবিশ্বাসী মানুষের হাতে কি কঠোর নির্যাতন সহ্য করিয়াছেন; আগুনে নিক্ষিপ্ত হইয়াছেন , করাতে দ্বিখণ্ডিত হইয়াছেন, দেশ হইতে নির্বাসিত হইয়াছেন, এরূপ আরও শত প্রকার অত্যাচার ও উৎপীড়ন ভোগ করিয়াছেন, তথাপি হাঁহারা তাঁহাদের দায়িত্ব ও কর্তব্য ছাড়িয়া দেন নাই- বরং আল্লাহ্র বাণী প্রচার করিয়াই গিয়াছেন। ইছা পৃথিবীর মানব জাতির জন্য এই ধরনের বহির বহুল প্রচার নাই। সেইজন্য আমরা নির্ভরযোগ্য এবং কুরআন শরীফে বর্ণিত পয়গাম্বরগণের কাহিনীর সহিত সাদৃশ্যপূর্ণ এই কেতাবখানা প্রকাশ করিলাম। সহৃদয় পাঠকবৃন্দের নিকট বহিখানা গৃহীত হইলে আমার শ্রম সার্থক মনে করিব। বিনীত গ্রন্থাকার
সূচিপত্র * হযরত আদম, হাবিল কাবিল, শীষ আলাইহিস সালাম, ইদরীস আলাইহিস * সালাম, হারূত মারূত, নূহ, হুদ আলাইহিস সালাম * সাদ্দাদ ও তাহার বেহশত * আজরাইল আঃ এর সহিত আল্লাহ তায়ালার আলাপ * হযরত ছালেহ আলাইহিস সালাম * হযরত ইব্রাহীম আলাইহিস সালাম * হযরত ইব্রাহীমের কেনান সফর * হযরত ইব্রাহীমের পুত্র কোরবানী * বিবি ছারার সন্তানের আর্শীবাদ লাভ * আল্লাহ্র গজবে ছদুম এবং ওমুরার পতন * বিবি ছারা এবং হাজেরার কলহ * কাবার ভিত্তি পত্ত্ন * কাবা গৃহের সংস্কার * এছহাক আঃ এর বিবাহ, বংশাবলী, হযরত ইয়াকুব আঃ * হযরত ইউসুফ আলাইহিস্ সালাম * হযরত ইউসুফ ভৃত্যের ন্যা বিক্রয় হইলেন * আজীজ মেছেরর ঘরে ইউসুফ * হযরত ইউসুফ কারাগারে * মিশর রাজ্যের স্বপ্ন দর্শন কারাগার হইতে হযরত ইউসুফের মুক্তি * হযরত ইউসুফ ও জোলেখার বিবাহ * হযরত ইউসুফ ও ভ্রাতাগণ * হযরত ইউসুফের ভ্রাতাগণ পুনরায় মিশরে * বেন-ইয়ামিন বন্দী * ক্ষমার দিন * হযরত ইয়াকুব আঃ এর মিশর যাত্রা * হযরত আইউব আলাইহিস্ সালাম * বনী ইসরাইলগণের প্রতি ফেরাউনের অত্যাচার হযরত মূসা আলাইহিস্ সালামের জন্ম * হযরত মূসা ফেরাউনের ঘরে * হযরত মূসার হাতে কিবতী খুন * হযরত মূসা মাদায়েনে * ফেরাউনের দরবারে হযরত মূসা আঃ * বনী ইসরাইলের মুক্তি সাধন * হযরত মূসা তুর পাহাড়ে * মূসা ও কারুন * মুসা এবং এক দরবেশ * আনাফের পুত্র আউজ * বাল-আম বাউর * হযরত মূসা আঃ এর প্রেরিত আল্লাহ্র দশটি বাণী * আরো অনেক নবী এবং রাসূলের কাহিনী এ গ্রন্থ খানিতে দেওয়া আছে * কেবলা পরিবর্তন ও বদরের যুদ্ধ * বদরের যুদ্ধ * ওহোদের যুদ্ধ * হিজরীর চতুর্থ সন * আহজাব এবং পরিখার যুদ্ধ * ষষ্ঠ হিজরী * রসূলুল্লাহর মাজেজা * সম্পম হিজরী * মক্কা বিজয় * নবম হিজরী * দশম হিজরী * একাদশ হিজরী * হযরত আবুবকর সিদ্দিকের এমামতী * রসূলুল্লাহ্র অন্তিমকালীন কথাবার্তা * হযরত (দঃ) এর মহান চরিত্র ও মাজেজা