"জেরার কলাকৌশল "বইটির প্রথমের কিছু কথা: আধুনিক বিচারব্যবস্থা বিচারক ও ব্যবহারজীবী সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার উপরই প্রতিষ্ঠিত। ব্যবহারজীবী সম্প্রদায় হল একটি বিশেষজ্ঞ সংস্থা, বিচার ব্যবস্থার প্রযুক্তি বিদ্যায় যাদের বিশেষ অধিকার। সেজন্য তাদের অর্জন করতে হয় আইনশাস্ত্রের সম্যক জ্ঞান এবং বিচারালয়ে সেই জ্ঞানের সুষ্ঠু প্রয়ােগবিধি। বিচার প্রতিষ্ঠানের আদর্শ ও কর্তব্য হচ্ছে ত্বরান্বিত ন্যায়বিচার প্রতিষ্ঠা। আর ব্যবহারজীবির মূল দায়িত্ব হচ্ছে, বিচারব্যবস্থা পরিচালনায় বিচারককে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে ত্বরান্বিত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব করে তােলা। এই মূল দায়িত্বের শর্তাধীনে আইনের সীমানার মধ্যে বিচারপ্রার্থী মক্কেলকে সাহায্য করা তার ব্যবসায়িক দায়িত্ব। কর্তব্যপরায়ণ স্বাধীন ও প্রশাসন প্রাধান্যমুক্ত বিচারকমণ্ডলীর পাশে চাই কর্তব্য সচেতন অভিজ্ঞ ব্যবহারজীবী সম্প্রদায়। এই গ্রন্থের প্রণেতা শ্রী বাসুদেব গাঙ্গুলী একজন ভূতপূর্ব ব্যবহারজীবি এবং বর্তমান বিচারাসনে অধিষ্ঠিত একজন বিচারক। তিনি ব্যবহারশাস্ত্রের প্রযুক্তি বিদ্যার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশের উপর বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলােকপাত করার চেষ্টা করেছেন এবং এ বিষয়ে আমার কোন সংশয় নেই যে তার এই উল্লেখযােগ্য প্রচেষ্টা কর্মরত কর্তব্য সচেতন ব্যবহারজীবী সম্প্রদায়কে তাদের ব্যবসায়িক গুরু দায়িত্ব পালন করতে অনেকখানি সাহায্য করবে। তার এই শুভ প্রচেষ্টার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।