"সফটওয়্যার ইন্সটলেশন" বইটির সম্পর্কে কিছু কথা: সফটওয়্যার হলাে কমপিউটারের প্রাণ। কমপিউটারে যত ধরনের কাজ করা হয় তার কোনােটিরই পরিচলনা সফটওয়্যার ছাড়া সম্ভব নয়। শুধু কমপিউটার থাকলেই হয় না এতে কাজ করার জন্য চাই সফটওয়্যার। এসব সফটওয়্যারেরও রয়েছে। নানা ধরন। নিজ নিজ কাজের ধরন অনুযায়ী ব্যবহারকারীগণ তাদের কমপিউটারে প্রয়ােজনীয় সফটওয়্যারসমূহ ইন্সটল করে থাকেন। কিন্তু সফটওয়্যারগুলাে ইন্সটল করতে গিয়ে অনেক সাধারণ ব্যবহারকারীই সমস্যায় পড়ে থাকেন। অনেকে আবার এই প্রক্রিয়াটিকে জটিল মনে করেন। সকলের বােঝার সুবিধার জন্য ধাপে ধাপে কিভাবে সফটওয়্যার ইন্সটল করা যায় সেই বিষয়গুলােই বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অধিকাংশ প্রয়ােজনীয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যারসমূহ ইন্সটলের প্রক্রিয়া বইটিতে দেখানাে হয়েছে। সাধারণ ব্যবহারকারীরা এতে উপকৃত হবেন। বইটির শুরুতেই সফটওয়্যার, এর প্রকারভেদ, নানা বৈশিষ্ট্য, ইন্সটলেশনের ধরন ইত্যাদি বিষয়সহ আরও প্রয়ােজনীয় বিষয়গুলাে নিয়ে আলােচনা করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা শুরুতেই একটি স্বচ্ছ ধারণা পাবেন। অপারেটিং সিস্টেম নিয়ে কমপিউটারের ব্যবহারকারীদের ভীতি নতুন নয়। কিভাবে এর ইন্সটল প্রক্রিয়া শুরু করা হবে তা নিয়েও অনেকের মাঝে সংশয় রয়েছে। ধাপে ধাপে অপারেটিং সিস্টেমের ইন্সটল প্রক্রিয়া দেখানাে হয় যা তাদের মন থেকে এই ভীতি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। বায়ােসে বুটাবল সিডি সেটআপ, উইন্ডােজ এক্সপি, উইন্ডােজ ২০০০ সার্ভার, রেডহ্যাট লিনাক্স প্রভৃতি অপারেটিং সিস্টেম এর ইন্সটলেশন নিয়ে আলােচনা করা হয়েছে এই বইটিতে। মাইক্রোসফটের অফিস প্যাকেজ, ডিভাইস ড্রাইভার ইন্সটলেশন, ফন্ট ইন্সটল করা, পেইজমেকিং সফটওয়্যার, ডেটা আর্কাইভ, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, ইলাস্ট্রেশন সফটওয়্যার, প্লাগইন ইন্সটল, ভিডিও এডিটিং ও স্পেশাল ইফেক্ট সফটওয়্যার, ডেটাবেজ অ্যাপ্লিকেশন, কমপিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রভৃতির ইন্সটল প্রক্রিয়া নিয়ে যথাযথ আলােচনা এই বইটিতে করা হয়েছে।
বাংলা ভাষায় আইসিটি বিষয়ক প্রকাশনার অগ্রদূত মাহবুবুর রহমান, এ পর্যন্ত বই লিখেছেন ১০৮টি। বাংলাদেশে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ১৯৯২ সাল থেকে নিবেদিতভাবে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে লিখে চলেছেন। দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউট কর্তৃক ‘ওয়ার্ল্ড হুজ হু’ এর নবম সংস্করণে তাঁর জীবনী প্রকাশিত হয়েছে। তাঁর লেখা বই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার বিখ্যাত পাবলিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং (ইউএমপি)-তে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন।