ভূমিকা টেলিকমিউকেশন সেক্টরের অপরিহার্য অংশ মোবাইল ফোন যা ডেস্কটপ, পিডিএ বা লেপটপের চেয়ে কোন অংশে কম শক্তিশালী নয়। আমাদের দেশে মোবাইল ফোন সেক্টরের উন্নয়নে ড. মুহাম্মদ ইউনুসের অবদান অনেক। ১৩ই অক্টোবরের ২০০৬ তা্ং তিনি দেশে জন্য বয়ে আনেন বিরল সম্মান। কম্পিউটার ও মোবাইল ফোন বিষয় দুটি খুবই পরিবর্তনশীল । এই জগতে প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্ধনের খেলা চলচে। এখানেই শেষ- একথা এ শিক্ষার ক্ষেত্রে বলা যায় না, এরপরও কিছু থাকতে পারে এমনটি ভাবতে হবে সবসময়। আমার এই বইটিতে উপস্থাপিত তথ্যকে সহজবোধ্য করার জন্য অনেক উদাহারণ ও চিত্র ব্যবহার করা হয়েছে। আমার ঐকান্তিক চেষ্টার পরেও বইটিতে কিছু অসংগতি , ত্রুটি ও প্রিন্টিং মিসটেক থেকে যেতে পারে তাই পরবর্তী সংষ্করণে এসব অসংগতি ত্রুটি সংশোধন করে বইটির কলেবর বৃদ্ধির আশা করি।
বইটি পড়ে পাঠকগন নিজ নিজ ক্ষেত্রে উপকৃত হবেন, নতুন এ বইটি মোবাইল ফোন ও কম্পিউটার প্রযুক্তিতে আগ্রহীদের পিপাসা মেটাবে , এ প্রযুক্তিতে দক্ষ অনেকের সমস্যা মিটাবে, পেশাগত ক্ষেত্রে বইটি অনেকের সাফল্যের দরজা উন্মুক্ত করে দেবে।