"গোনাহের ক্ষতি গোনাহ থেকে বাঁচার উপায়"গল্পের প্রথমের কিছু অংশ: عن ابن عباس رضی الله تعالی عنهما انه قال له رجل : رجل قليل العمل قليل الذنوب اعجب اليك او رجل كثير العمل كثير الذنوب قال لا اعدل بالسلامة (كتاب الزهد لابن مبارك، باب ما جاء في . تخویف عواقب الذنوب) | হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই। কারণ হযরত আব্বাস (রাযিঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আর তিনি হযরত আব্বাসের ছেলে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি অত্যন্ত অল্প বয়সের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালে তাঁর বয়স আনুমানিক দশ বছর ছিল। কিন্তু এত অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও তাঁর জ্ঞানের পরিধি ছিল অনেক ব্যাপক। আর তা এ জন্যে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার জন্যে দোয়া করেছিলে ১-১/ 453, Sule reU ‘হে আল্লাহ! তাঁকে পবিত্র কুরআনের এলেম এবং দ্বীনের সমঝ দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালে তাঁর বয়স শুধুমাত্র দশ বৎসর হলেও রাসূলের জামানার সকল বিষয় তাঁর দিল-দেমাগে বদ্ধমূল অবস্থায় ছিল। অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি ভাবলেন, রাসূল তাে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু রাসূলের সান্নিধ্যপ্রাপ্ত অনেক বড় বড় সাহাবা এখনাে জীবিত। সুতরাং আমি তাঁদের নিকট যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদীস ভান্ডার অর্জন করব।
প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই রচনা করেননি, তিনি একাধারে ইসলামি ফিকহ, হাদীস, তাসাউফ ও ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। আর তা-ই নয়, তিনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতে, এমনকি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চেরও বিচারক পদে আসীন ছিলেন। মুফতী মুহাম্মদ তকী উসমানী ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হলে তার পরিবার পাকিস্তানে চলে আসে এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন জায়গা থেকে ইসলামি নানা বিষয়সহ অন্যান্য বিষয়েও শিক্ষা নিয়েছেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যেখান থেকে অর্থনীতি, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন আরবি ভাষা ও সাহিত্যে এম.এ. ডিগ্রি। দারুল উলুম করাচি থেকে পিএইচডি সমমানের ডিগ্রি অর্জন করেছেন ইসলামি ফিকহ ও ফতোয়ার উপর। সর্বোচ্চ স্তরের দাওয়া হাদিসের শিক্ষাও তিনি একই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন ইসলামি বিষয়, যেমন- ফিকহ, ইসলামি অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফিকহ একাডেমির স্থায়ী সদস্যপদ রয়েছে তাঁর। পাকিস্তানে 'মিজান ব্যাংক' নামক ইসলামি ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে ইসলামি অর্থনীতির প্রসারে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি রচনা করেছেন অসংখ্য বইও। তকী উসমানীর বই এর সংখ্যা ৬০ এর অধিক। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমূহ রচিত হয়েছে ইংরেজি, আরবি ও উর্দু ভাষায়। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমগ্র এর মধ্যে 'Easy Good Deeds', 'Spiritual Discourses', 'What is Christianity?', 'Radiant Prayers' ইত্যাদি ইংরেজি বই, ও 'তাবসেরে', 'দুনিয়া মেরে আগে', 'আসান নেকিয়া' ইত্যাদি উর্দু বই উল্লেখযোগ্য। এসকল বই ইসলাম প্রসারে, এবং বিভিন্ন ইসলামি ব্যাখ্যা প্রদান ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।