প্রারম্ভিকা সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামীনের জন্য।যিনি এ ধরার বুকে আমাদিগকে সর্বশেষ্ঠ জাতি হিসেবে সৃজন করে সর্বশ্রেষ্ঠ মহামানবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং তিনি আমাদের প্রতি অবতরণ করেছেন সর্বোৎকৃষ্ট আসমানী গ্রন্থ আল কুরআন। যা মানব জাতির জাগতিক ও পরলৌকিক জীবন বিধান। যার মাঝে রয়েছে বহু জাতির উত্থান-পতন ও লয় প্রাপ্ত হওয়ার অসংখ্য উপমা। যার বর্ণনা হাদীসের ছত্রে ছত্রে ও মুফাসসিরীনদের তাফসীরে গ্রন্থে বিরাজমান। আর ঐ সকল উপমার মাঝে রয়েছে উম্মতের জন্যে বিশেষ এক শিক্ষনীয় অধ্যায় কিন্তু এগুলো উদঘাটন করা সকলের জন্যে দুঃসাধ্যবই সহজ নয়।
জাতির এ শুন্যতার প্রতি লক্ষ করে আমি তাফসীর গ্রন্থের বিশাল ভাণ্ডার সিঞ্চন করে ক্ষুদ্র পরিসরে সাবলিল মাতৃভাষায় কুরআনের গল্পগুলো সাজিয়েছি। যাত সর্বস্তরের সাধারণ মানুষ তা অধ্যয়নের মাধ্যমে নিজদিগকে উপকৃত করতে পারে। পুস্তকখানা অধ্যায়ন করে পাঠকবর্গ সামান্য উপকৃত হলেও আমার চেষ্টা সার্থক বলে বিবেচিত হবে। শুকরিয়া জানাই ঐ সকল মহৎ ব্যক্তিদের যারা আমাকে এ পুস্তকখানা রচনা করতে উৎসাহিত ও সহযোগিতা করেছেন। সর্বশেষ আল্লাহ তা’আলার দরবারে কায়মনোবাক্যে কামনা করি তিনি যেন আমার এ শ্রমটুকু মঞ্জুর করেন এবং একে জরিয়া করে পরপারে নাজাতের ফায়সালা করেন। আমীন বিনীত সংকলক
সূচিপত্র * মানব সৃষ্টির ইতিকথা * বনী ইস্রাইলের গাভী * হারূত মারূত * আবদ্ধ কূপ * এক বরকতময় সিন্দুক * অহংকারের পরিণাম * ঘুমের মাছে একশত বৎসর * গোশ্তের কিমা আকাশে উড়ে * কোলের শিশু কথা বলে * খাদ্য খাঞ্চা * প্রভুর খোঁজে একদিন * মহা প্লাবন * পাষাণ পর্বত উষ্ট্রী * কু-কর্মের ফল * মৎস শিকার * এক অমুসলিম মেহমান * বৃদ্ধার ঘরে সন্তান * হযরত ইউসুফ আলাইহিস সালাম * ইস্রা বা নৈশ ভ্রমণ * আসহাবে কাহ্ফ বা গুহাবাসী * এম মুমিন ও কাফিরের গল্প * জ্ঞানীর সন্ধানে * সমগ্র পৃথিবী শাসনকারী এক বাদশাহ * দুই পর্বতের মাঝে আবদ্ধ জাতি * যে ব্যক্তি ইঙ্গিতের কথা বলেন * আগুন হল পুস্পোদ্যান * ন্যায় বিচার * মানুষের গায়ে কীটের বাসা * যার কাছে ইবলিস ব্যর্থ * মাছের পেটে চল্লিশ দিন * কুরআন যার প্রবিত্রতা বর্ণনা করে * পিপিলিকার কথা * সূর্য পূজারী এক সম্রাজ্ঞী * আল্লাহর এক অদ্ভুত সৃষ্টি * হযরত মুসা আলাইহিস সালাম ও ফিরাউন * বাজী * দারিদ্রতা যাদের চিরসাথী * পালক পুত্র হযরত যায়েদ * হস্তশিল্পে বাদশাহর জীবিকা * বায়ূ যার বাহন * মৃত্যুর পর যিনি দণ্ডায়মান * ঐতিহাসিক মাআবের নগরী * আজব শহর ইনতাকিয়া * একটু খানি ভুলের তরে * মৃত্যুর শপথ * ইয়ামনের উদ্যান * যাদুকর ও দরবেশ * প্রথম ওয়াহী * আবাবীল ও হস্তী বাহিনী