ইন্সপেকটর ইয়েল্কের আজ বিকেলে কোনো ডিউটি নেই। বেশ দাম দিয়ে একটা কেক নিয়ে এসেছেন তিনি টিম্বাইনদের বাড়িতে। এমিলের মা ফ্রাউ* টিম্বাইন কফি বানিয়ে রেখেছেন তার সামনে। তিনি পার্লারে বসে ভদ্রলোকের সাথে গল্প করছেন। নয়স্ট্রটের সার্জেন্ট ইয়েল্কের এখন পদন্নতি ঘটেছে। বর্তমানে তিনি ইন্সপেকটর ইয়েঙ্কে। এমিল ডিউক কার্লের মূর্তিতে খড়িমাটি দিয়ে যে অপকর্মটা করেছিলো, তা হের ইয়েঙ্কে অনেক আগেই ভুলে গেছেন। দিনের যে সময়টায় তার ডিউটি থাকে না, সেই সময়গুলোতে প্রায় দিনই তিনি এমিলদের বাড়িতে বেড়াতে আসেন। বিরাট আকারের কেকের টুকরোগুলো আস্তে আস্তে ডিশের ওপর থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। হের ইয়েঙ্কের একটা কথা শুনে এমিলের প্রায় দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মেয়র নাকি নয়স্ট্রটকে নতুন ভাবে সাজাতে চাইছেন। তার প্রথম পদক্ষেপ হিসেবে, পুরনো ঘোড়ায় টানা ট্রাম তুলে দিয়ে, বৈদ্যুতিক ট্রাম চালু করবেন। প্রয়োজনীয় অর্থের অভাবেই শুধু কাজটা আটকে আছে। 'নতুন কিছু যদি করতেই হয়, তাহলে পাতাল রেল করতে অসুবিধে কোথায়?' জিজ্ঞেস করলো এমিল, 'ঘোড়ার বদলে বৈদ্যুতিক ট্রাম বসালে আর কতোটুকুই বা রূপ খুলবে? এমন বৈদ্যুতিক ট্রামতো প্রায় সব শহরেই আছে!'
বশীর বারহান : ১মার্চ ১৯৭১ সালে। বাবা - বদরুল আলম, মা - গুলনাহার আখতার খাতুন। ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত। সে সময়ে নিজ উদ্যগে প্রকাশ করেন সাহিত্য পত্রিকা “দীপ্তি”। এক সময় যুক্ত হন বাম রাজনীতির সাথে। আই. টি ব্যবসা, সাংবাদিকতা, পত্রিকা সম্পাদনা - বিভিন্ন পেশার সাথে যুক্ত করেছেন নিজেকে। বর্তমানে লেখালেখিই তার প্রধান পেশা। স্ত্রী, - ইসরাত জাহান কনকচাপা, পুত্র - অনিন্দ্য ও কন্যা - অন্দ্রিকা এদের নিয়ে তার সুখী গৃহকোণ। অনুবাদকের অন্যান্য উল্লেখযােগ্য গ্রন্থ: • মাইন ক্যাফ : এ্যাডলফ হিটলার। • দ্য প্রিন্স : নিকোলাে ম্যাকায়াভেলি । • মা: পার্ল এস বাক্।। • বডি অফ এ্যাভিডেন্স : প্যাস্ট্রেসিয়া ডি কনওয়েল। • দ্য ফ্লাইত ক্লাশরুম : এরিখ কাস্টনার। • এমিল এ্যান্ড দ্য ডিটেকটিভস : এরিখ কাস্টনার। • এমিল এ্যান্ড দ্য থ্রী টুইনস : এরিখ কাস্টনার। • পুডনহেড উইলসন : মার্ক টোয়েন।