বাংলাদেশের মতো একাধিক ধর্মীয় সম্প্রদায় বিশিষ্ট দেশের ক্ষেত্রে একটি সুস্পষ্ট প্রশ্ন হচ্ছে- ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সম্পর্ক কী রকমের? বইটিতে সুদীর্ঘ অতীত থেকে এই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের পরিবর্তিত সম্পর্ক নিয়ে আলোকপাত করা হয়েছে। বিশেষভাবে স্থান পেয়েছে ২০০১ সালে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রকৃতি। নির্বাচনের পর থেকে ছয় মাস সময়ে সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস অব্যাহত থাকে। চারটি মোটা দাগে এসব সন্ত্রাসকে চিহ্নিত করা হয়েছে- সক্রিয়তা ও সম্পত্তি দখল সংক্রান্ত সন্ত্রাস, মানসিক অত্যাচার, শারীরিক নির্যাতন যার চরম রূপ হচ্ছে ধর্ষণ এবং হত্যা। এ গবেষণার প্রধান অংশ পরিচালিত হয়েছে সন্ত্রাসের কারণ অনুসন্ধান এবং এক্ষেত্রে বহুমাত্রিক ব্যাখ্যা খোঁজা। যেহেতু সাম্প্রতিক অতীতে প্রতিটি নির্বাচনের পরে সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তাই এমনটা বিশ্বাস করা হয় যে, আবারো তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটতে পারে। তাই এই গবেষণায় যথেষ্ট গুরুত্বের সাথে চিন্তাভাবনা করা হয়েছে কীভাবে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপরে সংঘটিত সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে পারে। যদিও এ গবেষণাটির পটভূমি বা প্রেক্ষিত হচ্ছে বাংলাদেশ, তথাপি এটি একই রকম সাম্প্রদায়িক সমস্যায় আক্রান্ত দেশসমূহের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। এই চমৎকার গুণবাচক ও পরিমাণবাচক গবেষণাটি মাঠ থেকে তথ্য সংগ্রহ এবং তার বিশ্লেষণ করেছে। ফলে এটি বিরাট সংখ্যক পাঠককে আকর্ষণ করতে সক্ষম হবে, বিশেষত যারা সামাজিক সমস্যা নিয়ে চিন্তা এবং কাজ করছেন। বইটি বাংলাদেশে আলোচ্য বিষয়ের ওপর প্রথম ও একটি সাহসী কাজ হিসেবে বিবেচিত হবে।
Title
সম্প্রীতির সম্ভাবনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পর্কের দলিল