"তিমির প্রেম, সপ্ত আতঙ্ক, লর্না ডুন" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ বিখ্যাত লেখক ফার্লে মােয়াটের জন্ম ১৯২১ সালে, অন্টারিওতে। ১৯৬৭ সালে জেলেদের নিয়ে লেখার উদ্দেশ্যে সস্ত্রীক গিয়েছিলেন। নিউফাউণ্ডল্যাণ্ডের দক্ষিণাংশে ছােট্ট দ্বীপপুঞ্জ বার্জিওতে। এখানে নিতান্ত ভাগ্যচক্রেই এক দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করে বসলেন তিনি। গিয়েছিলেন দ্বীপের মানুষকে দেখতে, তাদের কথা লিখতে। কিন্তু সেখানে দেখা পেয়ে গেলেন বিশাল এক তিমির। তাকে আর মানুষকে নিয়ে লিখলেন এ এক অসাধারণ কাহিনি, A Whale for the Killing. সেই কাহিনিকে আশ্রয় করে, আর নানা জায়গা থেকে তথ্য জোগাড় করে লেখা হয়েছে 'তিমির প্রেম'। সপ্ত আতঙ্ক: ব্রাম স্টোকার, আগাথা ক্রিস্টি, ডবলু. ডবলু, জেকবস, ফ্রেডারিক ম্যারিয়াট, গী দ্য মপাসা, রবার্ট ব্লচ ও কেনেথ অ্যাণ্ডারসন-জগদ্বিখ্যাত সাতজন লেখকের | সাতটি অসাধারণ কাহিনির সঙ্কলন সপ্ত আতঙ্ক’ কথা দিচ্ছি, হরর কাহিনিগুলাে আপনার ভাল লাগবে। লর্না ডুন আর.ডি. ব্ল্যাকমাের: জন রীডের বাবা খুন হয়েছেন অত্যাচারী ডুনদের হাতে। কিন্তু ঘটনাচক্রে সেই ডুন বংশের মেয়ে লর্নাকে ভালবেসে ফেলল জন। লর্নাও ভালবাসে ওকে। পথের কাঁটা হয়ে দাঁড়াল কার্ভার ডুন। লর্নাকে তারও পছন্দ। পাহাড়ী উপত্যকার দুর্ধর্ষ চল্লিশ দস্যুর সঙ্গে যুঝে লর্নাকে একান্ত আপন করে পাবে কি জন? নিরীহ জনসাধারণকে বাঁচাতে কি পারবে ডাকাতি, খুন-জখম আর ভয়-ভীতির হাত থেকে?