দ্বিতীয় সংস্করণের ভূমিকা বইটি প্রথম প্রকাশেল পরপরই অনেক শুভাকাঙ্ক্ষী সুহৃদ এবং সহযোদ্ধা আমাকে শুভেচ্ছা এবং অভিনন্দ বার্তা পাঠান। এর মধ্যে বর্তমানে বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন ‘ ৭১-এ সহযোদ্ধা ছিলেন।তাঁদের এই বার্তা আমাকে আনন্দিত করেছে।অল্প কয়েকদিনের মধ্যে প্রথম সংস্করণের সব কপি নিঃশেষ হয়ে যায়।সুহৃদ রিয়াজ আহমেদ খান, আনন্দপ্রকাশের আমীরুল ইসলাম এবং ইমপ্রেস প্রিন্টিং প্রেস-এর আহমাদ মাযহার বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছেন।আহমাদ মাযহার নতুনভাবে বইটি আবার সম্পাদনা করে প্রথমবারে কিছু ভুল শুধরে দিয়েছেন।এঁদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।ইতিমধ্যে আমার কয়েকজন ‘৭১-এর সহযোদ্ধা বইটির উপর তাঁদের মতামত দিয়েছেন। সেগুলি এই সংস্করণে সংযোজন করা হল।তাঁদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। আজকের প্রজন্মের বেশ কিছু পাঠক বইটি পড়ে আমার সাথে ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে গল্প করতে এসেছে।আজকের প্রজন্ম বইটি পড়লে এবং সাদরে গ্রহণ করলে এই প্রচেষ্টাকে সার্থক মনে করব। আমার ভ্রাতৃতুল্য মানু ভাই, মোমেন ভাই এবং মনোয়ারুল হককে তাঁদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ।
তৃতীয় সংস্করণের ভূমিকা দেখতে দেখতে দ্বিতীয় সংস্করণের বইগুলিও শেষ হয়ে গেল। অনেক পাঠকের কাছ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই সংস্করণ প্রকাশের সেচ্ছা দায়িত্ব নিয়েছেন প্রকাশনার অনন্যা’র জনাব মনিরুল হক।তাকে আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।