রহস্য রোমাঞ্চে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি 'সুন্দরবন'। ভ্রমণের স্থান নির্ধারণে সুন্দরবনের নাম তালিকার শীর্ষেই অবস্থান করে। কর্মব্যস্ত জীবনের কিছুটা সময় বের করে নানা বয়সী একদল ভ্রমণসঙ্গীকে নিয়ে ঘুরতে যাই সুন্দরবন। স্বাভাবিক কারণেই খুব বেশী সময় নিয়ে বেড়ানোর সুযোগ হয়নি। স্বল্প সময়ের ভ্রমণে আমরা কেবলমাত্র সুন্দরবনের বাহ্যিক সৌন্দর্যের দিকটি উপভোগ করিনি, সেখানকার প্রকৃতির নানা দিক, মানুষের জীবন সংগ্রাম, ভূগোল ও পরিবেশের বিভিন্ন মাত্রাও স্পর্শ করি। অভিভূত হই এর রূপ বৈচিত্র্যে। এটাই স্বাভাবিক। এই সৌন্দর্য্যের পেছনেও যে আরও একটি বাস্তবতা লুকিয়ে আছে-যে বাস্তবতা উপকূলীয় জনপদের মানুষগুলোর বেঁচে থাকার সংগ্রাম, সাগরবক্ষে জেলেদের জীবন ও জীবিকার সংগ্রাম, প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হওয়ার সংগ্রাম, বিপর্যস্ত জনপদে মাথা উঁচু করে দাড়ানোর সংগ্রাম, বাঘের থাবার মুখে গাছ কাটা কিংবা মধু সংগ্রহের সংগ্রাম আরও কত কি? সুন্দরবনের এই বহুমাত্রিক চিত্রকে অত্যন্ত গুরুত্বের সাথে তথ্যনিষ্টভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে। অপরূপ সৌন্দর্য এবং এর ভেতর লুকিয়ে থাকা জীবন সংগ্রামের প্রতিচ্ছবি 'সবুজে সংগ্রামে সুন্দরবন'। যারা সুন্দরবন ভ্রমণে যাবেন বা গিয়েছেন, তারা এই বইয়ের পাতায় পাতায় খুঁজে পাবেন অপার রহস্য, অসীম রোমাঞ্চ, সীমাহীন সৌন্দর্যের নৈসর্গিক ভূগোল আমাদের সবার প্রিয় সুন্দরবনকে।