ভূমিকা কিছুই হয়নি, কিছুই হলো না, কিছুই হবে না-কথাগুলোর সঙ্গে আমরা বড় বেশি পরিচিত। ‘হবে’র চেয়ে ‘হবে না’র স্থান আমাদের জীবনে অনেক বেশি। কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি আমাদের অনেক কিছু হয়েছে। আরো অনেক কিছু হয়েছে। আরো অনেক কিছু হবে। চল্লিশ বছর বয়সী বাংলাদেশ নানা ঘাত-প্রতিঘাতে মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। প্রত্যাশিত মাত্রায় না হলেও অগ্রগতি অবশ্যই হয়েছে। সূচনালগ্ন থেকেই সামাজিক রাজনৈতিক সংবাদের ম্যাগাজিন সাপ্তাহিক একথা বিশ্বাস করেছে। আমরা সবসময়ই সমাজের ইতিবাচক ঘটনাগুলো জনমানুয়ের সামনে আনতে চেয়েছি। যা শুরু করেছিলাম তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা থেকে। সফল ব্যাক্তিত্বদের আত্মজৈবনিক সাক্ষাৎকার দিয়ে সাজিয়েছিলাম পুরো সংখ্যাটি। বলা যায় এই ধারণাটি আমাদের একেবারেই নিজস্ব। পাঠকও দারুণভাবে গ্রহণ করেছে ধারণাটি। পরবর্তীতে সাপ্তাহিক-এর বিশেষ সংখ্যা, এমনকি ঈদসংখ্যা এভাবেই হাজির করেছি পাঠকের সামনে। সত্যিকারের ভিন্ন ধারা, ভিন্ন ইমেজের ঈদসংখ্যা, বিশেষ সংখ্যা প্রকাশ করেছে সাপ্তাহিক। একজন মানুষ কি করে সফল হয়ে ওঠেন, কি করে তৈরি করেন প্রতিষ্ঠান, নিজেকে ছাপিয়ে পরিণত হন প্রতিষ্ঠানে-সেসব কাহিনী আমরা জানিয়েছি। জনমানুষ গ্রহণ করেছেন। এটাই আমাদের সার্থকতা
সূচিপত্র অগ্রসর সূর্যালোক সহিষ্ণু আলোয় ইতিহাসের পায়ে পায়ে ভোরের আলোয় উজ্জ্বল যৌবনের জীবন্ত প্রতীক সৃষ্টির নিবিড় মনোবলে জীবন সবুজ হয়ে ফলে অন্ধকার জোনাকির মত